হলে রমরমিয়ে চলছে বাঘা যতীন সিনেমাটি, যা পরিচালনা করেছেন অরুণ রা🀅য়। দেশের স্বাধীন꧑তা সংগ্রামের ইতিহাসের নানা অজানা কথা উঠে এসেছে এই ছবিতে। স্বাধীনতা সংগ্রামী যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় যিনি বাঘা যতীন হিলেবেই বেশি পরিচিত ছিলেন, তাঁকে নিয়ে সিনেমা বানাতে কম চ্যালেঞ্জের মুখে পড়েননি তিনি। তবে সব পরিশ্রমই সফল হয়েছে বাঘা যতীন সিনেমা নিয়ে সমালোচক ও দর্শকদের কাছ থেকে আসা পজিটিভ প্রতিক্রিয়ায়।
ইটাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অরুণ সম্প্রতি জানিয়েছেন, বলিউডের অভিনেতাদের মধ্যে প্রয়াত ইরফান খানের সঙ্গে কাজ করার ইচ্ছে তাঁর ছিল। এমনকী🌜 ইরফানের জন্য একটা স্ক্রিপ্টও ফাইনাল করে ফেলেছিলেন। কিন্তু কথা এগনর আগে অমৃতলোকে পাড়ি দেন অভিনেতা। ফলে কথা আর এগোয়নি। একটা বড় ইচ্ছে ্ধরাই রয়ে গিয়েছে।
অরুণ বললেন, ‘কাজ করার ইচ্ছে রয়েছে এরকম তারকাদের তালিকা লম্বা। কিন্তু আমি ইরফান খানের সঙ্গে কাজ ক♐রতে চেয়েছিলাম, এব💮ং আমি তাঁর জন্য একটি গল্পও চূড়ান্ত করেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত , আমি তাঁর কাছে যাওয়ার আগেই সে আমাদের ছেড়ে চলে গেল।’
‘ইরফান ভারতের সেরা অভিনেতা ছিলেন এবং থাকবেনও। শুধু মুম🐼্বাইতে নয়, তিনি সারা দেশে এবং ইন্ডাস্ট্রি জুড়ে ভালোবাসা পেয়েছেন। 🔯আমি তার সঙ্গে কাজ করতে চেয়েছিলাম, কিন্তু আমার স্বপ্ন অপূর্ণ থেকে যায়, যা কখনোই পূরণ হতে পারে না।’, জানালেন বাঘা যতীন সিনেমার পরিচালক।
‘ইরফান ছাড়াও বলিউড থেকে আমার প্রিয় অভিনেতারা হলেন পঙ্কজ কাপুর , নওয়াজউদ্দিন সিদ্দিকী, কে কে মেনন , এবং আরও অনেকে। দক্ষিণে আছেন মামুটি, স্যার, আল্লু অর্জুনের নিজ🎀স্ব একটা আকর্ষণ আছে; তালিকা সতিই লম্বা। আমি য🐭েই অভিনেতাদের সঙ্গে কাজ করতে চাই, তার তালিকা করাই আছে।’, কথার শেষে যোগ করেন অরুণ।
দীর্ঘদিꦓন ধরেই ক্যান্সারে আক্রান্ত ছিলেন ইরফান খান। ২০২০ সালের ২৯ এপ্রিল চলে যান না ফেরার দেশে। ২০১৮ সালে নিউরোএনডোক্রাইন টিউমার (এক ধরনের কোলন ক্যানসার) ধরা💎 পড়ে ইরফান খানের। সেই থেকেই চলছিল চিকিৎসা। অসুস্থ শরীর নিয়ে টানা কাজও করছিলেন। এই মৃত্যু চোখে জল এনেছিল অনেক সিনেপ্রেমীরই।
অরুণ নিজেও ক্যান🌠সার আক্রাণ্ত। বাঘা যতীন মুক্তির আগে যা খবরে আসে। গলায় ক্যানসার হয়েছে তাঁর। এই নিয়ে হিন্দুস্তান টাইমস বাংলাকে পরিচালক জানিয়েছিলেন, ‘ক্যানসার আজকাল বিরাট কোনও রোগ নয়। অন্তত আমার ক𝓡াছে নয়, প্রচুর লোকের হচ্ছে, আমারও হচ্ছে। এটা নিয়ে আমি কিছু ভাবছি না, আমার চিকিৎসকরা ভাবছেন, আমি কেন ভাবতে যাব বলুন তো?’
২০১১ সালে ‘এগারো’ ছবির সঙ্গে ইন্ডাস্ট্রিতে আত্মপ্রকাশ পরিচালক অরুণ রায়ের। এরপর‘হীরালাল’, ‘৮/১২’ মতো ছবি উপহার দিয়েছেন। আবার ‘চোলাই’-এর মতো ছবিতে সাম্প্রতিককালের জ্বলন্ত সমস্য🦋া তুলে ধরেছেন অরুণ রাꦆয়।