🉐কালীপুজো পেরিয়ে ছট পু💫জো এসে গেল, এমন সময় দুর্গাপুজোর স্মৃতিতে ডুব দিলেন বৈশাখী বন্দ্যোপাধ্যায়। শোভনের বিষয়ে লিখতে গিয়ে উঠে এল মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও। শোভন প্রেয়সী কি তবে পোস্টের মধ্যে দিয়েই বিশেষ কিছুর বার্তা দিতে চাইলেন?
শোভন এবং মমতাকে নিয়ে কী বললেন বৈশাখী
এদিন বৈশাখী তাঁর ফেসবুক পোস্টে শোভনকে নিয়ে লেখেন যে পুজোর সময় তাঁরা এ বছর বেহালা এসেছিলেন। দীর্ঘ সাত বছর পর শোভন আবার বেহালায় এলেন। কিন্তু এত বছর পর ফিরলেও তিনি ভালোবাসা কম পাননি। একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় যাঁর উপর ভরসা করে বেহালার উন্নতির দায়িত্ব দিয়েছিলেন সেই কথা মানুষ আজও 🎉মনে রেখেছেন বলেই জানান তিনি।
আরও পড়ুন: টুপি-বুট পরে বিশ্বকাপের ফাইনালে গাভাসকর যেন কাউ বয়! ট্রোলের পর কী পরলেন মౠায়ান্তি?
আরও পড়ুন: ভারত বনাম অস্ট্রেলিয়ার ম্যা🍌চে মন জিতলেন শাহরুখ, আশা ভোঁসলের জন্য কী করলেন কিং খান⭕?
এদিন বৈশাখী তাঁর পোস্টে লেখেন, 'দীর্ঘ ৭ বছর পর এবার আমরা বেহালায় গিয়েছিলাম পুজোর সময়। ওখানে গিয়ে যে ভালোবাসা শ🥃োভন পেল সেটা দেখে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। যে মানুষটার হাত ধরে বেহালার উন্নতি হল সময় সেটাকে ভুলিয়ে দিতে পারেনি। ওঁর সব থেকে বড় স্বপ্নই ছিল বেহালার উন্নতি। আজও এখানকার লোকেদের স্মৃতিতে এবং তাঁদের কাছে ও আপনজন। সবাই ওকে ভালোবাসে।' তিনি এরপর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গ টেনে বলেন, 'ধন্যবাদ দিদি ওকে ভরসা করার জন্য। বেহালাকে তৃণমূলের দুর্গ হিসেবে গড়ে তোলার দায়িত্ব দেওয়ার জন্য ধন্যবাদ। আমি জানি শোভন জন্মস্থানকে ছেড়ে যেতে তোমার খুব কষ্ট হয়েছিল। কিন্তু আমি জানি তুমি আবারও দিদিকে গর্বিত করবে।'