ছাত্র আন্দোলনকে কেন্দ্র করেই অগ্নিগর্ভ হয়ে ওঠে বাংলাদেশ। ক্রমে পরিস্থিতি উত্তাল হয়। ইতিমধ্যেই বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছে﷽ন শেষ হাসিনা। জানা যাচ্ছে, দেশ ছেড়েছেন তিনি। তবে তারপরেও সেদেশ💃 এখনও শান্ত হয়নি। হাসিনার 'গণভবন' দখল করেছেন বিক্ষোভকারীরা। ভাঙা হয়েছে বঙ্গবন্ধু মুজিবর রহমানের মূর্তি। এই পরিস্থিতিতে মুখ খুলেছেন সেদেশের বহু তারকা।
দেশের পরিস্থিতিতে সোমবার ফেসবুকের পাতার প্রোফাইল পিকে বাংলাদেশের মানচিত্র লাল রঙে রাঙিয়ে 🎐নিয়ে মোস্তফা সরয়ার ফারুকী লেখেন, ‘বিজয়ের আনন্দ অবশ্যই করবো! কিন্তু এখন সময় সংযমেরও, চোখ কান খোলা রাখারও। আমরা ২০ বছর প্রতিহিংসার রাজনীতি দেখেছি। প্রতিহিংসার উত্তর দিব আমরা কাইন্ডনেস এবং এমপ্যাথি দিয়ে। পাশাপাশি আমরা চোখ খোলা রাখবো আগামী দুই তিন দিন। নিশ্চয়ই আমরা একটা মানবিক গণতান্ত্রিক সমাজ নির্মাণের দিকে আগাইয়া যাবো।লাস্টলি, স্যালুট টু বাংলাদেশী ইয়ুথ অ্যান্ড পিপল ফ্রম অল ওয়াকস। টুগেদার উই স্ট্যান্ড টল’।
বাংলাদেশের পরিস্থিতিতে কী বলছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী, সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলা (ব্যক্তিগত পরিচয় অনুযায়ী তিনি আবার এদেশের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী) নিজের প্রোফাইলে একাধিক ছাত্রের ছবির কোলাজ বাংলাদেশের পতাকার রঙে রাঙিয়ে নেন ত𝓀িনি। ক্যাপশানে শুধু লেখেন, ‘BD’।
এদিকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নিজের ফেসবুক পেজে সোমবার মিথিল𝄹া সেভাবে কোনও পোস্ট না করলেও নিজের ব্যক্তিগত ফেসবুকের পাতায় রাফিয়াত রশিদ মিথিলা লেখেন, ‘সকল ধর্মীয় উপাসনালয়, রাষ্ট্রীয় সম্পদ আমাদের রক্ষা করতে হবে। এতোদিনের আন্দোলন আর রক্তের বিনিময়ে আমরা ধ্বংসযজ্ঞ, সহিংসতা চাইনা।’ তিনি আরও একটা পোস্ট শেয়ার করেছেন, যেখানে লেখা, ‘এ স্বাধীনতা বাংলাদেশের মানুষের ৷এই মুহূর্ত থেকে দেশ ও দেশের মানুষের সম্পদ রক্ষার দায়িত্ব আমাদের সবার ৷ কারন এসব আমাদের ৷ এসব আমাদের প্রাণের বাংলাদেশের ৷’ তিꩲনি আরও একটা পোস্টে লিখেছেন, ‘স্বাধীনতা মানে দায়িত্বশীলতা। নতুন গনতান্ত্রিক রাষ্ট্র গড়ার প্রত্যয়। ন্যায়বিচার ও সাম্যের দেশ গড়া। আমাদের সন্তানদের, ছাত্রদের ত্যাগের কথা যেন ভুলে না যাই।’
এদিকে নিজের দেশের পরিস্থিতিতে ‘মহানগর’ ওয়েব সিরিজ খ্যত পরিচালক আশফাক নিপুণ সোমবার দুপুরে বাংলাদেশের শাহবাগ চত্বর থেকে বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে ছবি পোস্ট করেন। ক্যাপশনে তিনি লেখেন, ‘খুনি আর স্বৈরাচারী শেখ হাসিনার দীর্ঘদিনের স্বৈরাচার থেকে মুক্ত বাংলাদেশ। এর জন্য কোটা আ🎀ন্দোলনের ছাত্র ও দেশবাসীকে কৃতজ্ঞতা, তাঁদের জন্যই এটা সম্ভব হল। এ তো সবে শুরু। মাতৃভূমিকে আমরা নতুন করে গড়ে তুলব।’
এদিকে সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশের আরও এক অভিনেত্রী জাকিয়া বারী মম লেখেন, 'ইক্যুইটি মানে ন্যায়, ন্যায়বি🔯চার। ন্যায়ের কথা বলে চলমান পরিস্থিতিতে💫 ন্যায়ের সঙ্গে প্রকাশ্যে আপস মেনে নেওয়া ব্যক্তিগত ভাবে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ, শিল্পী হিসেবে আমি আমার দায়বদ্ধতার জায়গায় দায়বদ্ধ। Actors Equity Bangladesh থেকে অব্যাহতি গ্রহণ করলাম। অভিনেতা অভিনেত্রীদের প্রাণের এই সংগঠন দেশ তথা জাতীয় বিষয়ে লোকদেখানো অভিনয় না করে বিবেক ও চেতনাবোধ জাগ্রত করে মাথা সমুন্নত রেখে এগিয়ে যাক, সেই আশাবাদ ব্যক্ত করছি।' নিজের পোস্টের ক্যাপশানে জাকিয়া লেখেন, 'সবাই নিরাপদে থাকবেন...' ।
এদিকে আওয়ামি লিগের সমর্থক বলে পরিচিত অভিনেত🥀্রী জ্যোতিকা জ্যোতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজের কভার কালো করে নেন।