অগ্নিগর্ভ বাংলাদেশ। এই মুহূর্তে জনতার দখলে শেখ হাসিনার 'গণভবন'। ভাঙা হচ্ছে বঙ্গবন🦹্ধুর মূর্তি, আগুনে পুড়ছে মুজিবের বাসভবনও। চারিদিক থেকেই উত্তাল পরিস্থিতির খবর মিলছে। অনেকেই বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে শ্রীলঙ্কার ছায়া দেখতে পাচ্ছেন। এদিকে নিজের দেশের এই কঠিন পরিস্থিতিতে Hindustan Times Bangla-র কাছে মুখ খুললেন বাংলাদেশের স্বনামধন্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি।
সোমবার ൩বাংলাদেশের পরিস্থিতি নিয়ে জ্যোতিকা জ্যোতির আমাদের বলেন, ‘শেখ হাসিনা পদত্যাগ করেছেন। দেশের অন্তবর্তীকালীন সরকার গঠন করবে সেনা। তবে এই মুহূর্তে দেশের পরিস্থিতি খুবই কঠিন। বঙ্গবন্ধুর মূর্তি🐽 ভাঙা হচ্ছে। আমার তো মনে হচ্ছে, বাংলাদেশ আসলে ৭১ (১৯৭১)-এর স্বাধীনতার জন্য তৈরিই ছিল না। যে মানুষটা দেশের জন্য গোটা জীবন দিলেন…’। কথা বলতে বলতেই কেঁদে ফেললেন জ্যোতিকা জ্যোতি। জানালেন, ‘বাংলাদেশে এখন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। আওয়ামী লিগের সদস্যদের উপরও অত্যাচার চলছে।’ কাঁদতে কাঁদতেই বললেন অভিনেত্রী।
প্রসঙ্গত, বাংলাদেশের স্বনামধন্য🤡 অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে কলকাতার সিনেপ্রেমী মানুষ অবশ্য 'রাজলক্ষ্মী' হিসাবেই চেনেন। জাতীয় পুরস্কারজয়ী পরিচালক প্রদীপ্ত ভট্টাচার্যে ‘রাজলক্ষ্মী ও শ্রীকান্ত’ ছবিতে ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে ‘রাজলক্ষ্মী'র ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। তারপর থেকেই তিনি এখানকার মানুষের কাছে ‘রাজলক্ষ্মী’ হিসাবেই পরিচিত।
এদিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এদিন দ💫ুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ🐻্চল চৌধুরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অবশ্য বিশেষ কিছু বলতে চাননি। বলেন, এই মুহূর্তে কথা বলার পরিস্থিতিতে তিনি নেই।
এদিকে বাংলাদেশের এই কঠিন পরিস্থিতিতে সেদেশের সেনাপ্রধান জানিয়েছেন দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা হবে। সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়ে বিক্ষোভকারীদের হিংসা ত্যাগের আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি বাংলাদেশের সেনাবাহিনী ও পুলিশকে গোলাগুলি না চালানোর আদেশ দিয়েছেন। তিনি বলেন, ‘'দেশে শান্তি ൲ফিরে এলে কার্ফু 💝এবং জরুরি অবস্থাও থাকবে না।আমি নিশ্চিত, দেশের বিভিন্ন জায়গায় যে সব বিশৃঙ্খলা এখনও চলছে, তা আমার এই বক্তব্যের পর শান্ত হয়ে যাবে।'