অন্তঃসত্ত্বা অবস্থাতেই গিয়েছিলেন সৌদি আরবে, সেখান থেকে উমরাহ করে ফিরতেই ঢাকা বিমানবন্🌱দরে গ্রেফতার করা হয় বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহিকে। ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছিল মাহিকে। ৯ মাসের অন্তঃসত্⛎ত্বা মাহিকে গ্রেফতার করায় সোচ্চার হয়েছিলেন জয়া আহসান, পরীমনি থেকে বাংদেশের শিল্পী মহলের অনেকেই। তারপর অবশ্য জামিনে তাঁকে ছেড়েও দেওয়া হয়। এবার রমজানের আগে ইফতার বিক্রি করতে দেখা গেল অভিনেত্রীকে। সঙ্গী তাঁর স্বামী।
গতবারই রোজার সময় ‘ফারিশতা’ নামে একটি রেস্তোরা🌠ঁ শুরু করেছিলেন মাহিয়া মাহি। শুরু করেছিলেন ইফতারি ব্যবসা। এবছর রোজার আগে সেই রেস্তোরাঁর মাধ্যমেই ইফতার বিক্রি করতে দেখা গেল মাহিকে। নিজের রেস্তোরাঁ থেকে ফেসবুক লাইভেও আসেন তিনি। সঙ্গে ছিলেন তাঁর স্বামী রাকিব সরকার। লাইভেও বিভিন্ন পদ ও ইফতার বানানো দেখান মাহি। রেস্তোরাঁর বিভিন্ন প্রান্ত ঘুরে দেখান মাহি। পরে স্বামীর উদ্দেশ্যে বলেন, 'এবার তুমি কিছু বলো…।' রাকিব সরকার বলেন, ‘গতবছরের মতো এবারও আমরা ইফতার সামগ্রী নিয়ে এসেছি। ফারিশতায় আছে সুস্বাদু ও ভালো মানের খাবার।’
মাহিয়া মাহি জানান, তিনটি ফ্লোর নি𝓰য়ে তৈরি তাঁর রেস্তোরাঁ ফারিশতা প্রায় ৬ হাজার বর্গফুটের। সেখানে আছে দেশি, বিদেশি নানান খাবর, আবার উপরে রয়েছে আড্ডা দেওয়ার জায়গা। ফারিশতায় এসে ক্রেতারা খুশি, তাই তিনিও খুশি।
আরও পড়ুন-তুতো বোনকে বিয়ে করেন প্রকাশ পাড়ুুকোন, জ🎐ানেন কি দীপিকার বাবা-মা আসলে ভাইবোন!
আরও পড়ুন-ইন্দ্র বাচ্চা ছেলে তাই রে🧔গে গিয়েছিল, আমি ফ্লপ হিরো মানতে অসুবিধা নেই : ভাস্কর
এদিকে সম্প্রতি অন্তঃসত্ত্বা মাহিকে গ্রেফতার প্রসঙ্গে সমালোচনার মুখে প༺ড়তে হয় বাংলাদেশের গাজীপুরের পুলিশ সুপারকে। গ্রেফতারের পর দ্রুত মাহিকে আদালতে তোলা হয় এবং জামিনে মুক্তি দেওয়া হয়। ছাড়া পাওয়ার পর মাহি বলেন, ‘পুলিশের বিরুদ্ধে আমি লাইভে বলে ভুল করেছি। পুলিশ আসলে পুলিশ প্রশাসনের প্রতিনিধিত্ব করে। আমার কথায় বিতর্কের মুখে পড়েছে বাংলাদেশের পুলিশ 𝓀প্রশাসন। আমি দুঃখিত, ক্ষমা চাইছি। তবে যে দেড় কোটি টাকার কথা বলেছি, সেটা তদন্ত অবশ্যই হবে। ন্যায়বিচারের জন্য সবার কাছে যেতে রাজি। বিষয়টি নিয়ে আমি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও কথা বলব’।