বাংলাদেশি গায়ক মণি কিশোরের দেহ তাঁর রাম পুরার বাড়ি থেকে রহস্যজনক অবস্থায় উদ্ধার করা হয়েছে। আর এই ঘটনার পরই ঢাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। ওপার বাংলার পুলিশের তরফে𒁏 জানানো হয়েছে অন্তত ৪ থেকে ৫ দিন আগে মৃত্যু হয়েছে এই বিখ্যাত গায়কের। কিন্ত এতদিন আগে মৃত্যু হওয়ায় প্রতিবেশীরা নাকি পচাগলা গন্ধ পেতে শুরু করেন। একই সঙ্গে তাঁরা জানিয়েক যে বিগত বেশ কিছুদিন ধরেই নাকি গায়কের কোনও সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। এরপরই তারা পুলিশকে খবর দেন। তখন পুলিশ এসে মণি কিশোরের বাসভবন থেকেই তাঁর পচাগলা দেহ উদ্ধার করেন।
আরও পড়ুন: চমকে ভরা কিং! ডন নয়, বরং একজন আততায়ী হয়ে ধরা💎 দিতে চলেছেন শাহরুখ? সুহানাকে দেখা যাবে কোন চরিত্রে?
কী ঘটেছে?
গায়কের বাড়ি থেকেই তাঁর পচাগলা দেহ উদ্ধার হওয়ার পরই তদন্ত শুরু করেছে পুলিশ। তবে, জানা গিয়েছে মৃত্যুর কারণ নিয়ে পুলিশ নিশ্চিত না হলেও মণি কিশোরের দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ফলে তাঁদের প্রাথমিক আন্দাজ অসুস্থজনিত কারণেই মৃত্যু হয়েছে গায়কের। তবে নিশ্চিত হওয়ার জন্য ময়নাতদন্তে পাঠানো হয়েছে মণি কিশোরের দেহ। সেই রিপোর্ট প🦂াওয়া গেলেই আসল কারণ জানা যাবে বলেই ধারণা পুলিশের।
প্রসঙ্গত ম♛ণি কিশোর প্রায় ৫০০ গান গেয়ে গিয়েছেন তাঁর গোটা জীবন ধরে। তবে তিনি ক෴খনই টিভি বা রেডিয়োতে সেই অর্থে গান গাননি। করেননি সিনেমায় প্লেব্যাক।
তবে ৯০ এর দশকে তাঁর রেকর্ড করা ক্যাসেট দারুণ জনপ্রিয় হয়েছিল। মণি কিশোরের আসল নাম মণি মন্ডল। কিন্তু তিনি কিশোর কুমারের দারুণ ভক্ত ছিলেন, তাই নামের সঙ্গে জুড়ে নেন কিশোর শব্দটি। মণি মন্ডল থেকে হয়ে ওঠেন মণি কিশোর। তিনি প্রায় ২০ টি গান লিখেছিলেন, সুর করেছিলেন। তাঁর জনপ্রিয় গানগুলোর মধ্যে আছে🍎 মুখে বলা ভালোবাসি, কী ছিলে আমার, তুমি শুধু আমারই জন্য, ইত্যাদি।
আরও পড়ুন: '🥀মানুষের মনুষ্যত্ব উ🦄দযাপন হোক আসল উৎসব', ঢাকির দেওয়া টাকা হাতে তুলে নিলেন কিঞ্জলরা! দিলেন ধন্যবাদ
প্রসঙ্গত মণি কিশোরের বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়ে𝓡ছিল। তারপর থেকে তিনি একাই থাকতেন তাঁর এই বাসভবনে। তাঁর মেয়ে আমেরিকায় থাকেন।