সিনেমা হলে তখন 'পাঠান' চলছে। সকলের মধ্যেই রয়েছে শাহরুখের সিনেমা দেখার উন্মাদন💦া। হলের বাইরে থমথমে পরিবেশ। এক ব্যক্তিকে মারতে মারতে হল থেকে বের করে দিতে দেখা গেল নিরাপত্তারক্ষীকে। বাইরে যারা দাঁড়িয়ে ছিলেন, সকলেরই উৎসুক প্রশ্ন, কী হয়েছেটা কী? জানা গেল, মোবাইলে 'পাঠান'-এর রেকর্ডিং করছিলেন তিনি। জানা গেল, বারবার তাঁকে নিষেধ করা সত্ত্বেও কোনও বাধা মানছিলেন না। ঘটন♏াস্থল উত্তরপ্রদেশের বরেলি।
ওই🌜 শাহরুখের ওই অনুরাগীকে মারতে মারতে সিনেমাহল থেকে বের করার ভিডিয়ো কেউ বা কারা টুইটারে পোস্ট করতেই ভাইরাল হয়ে যায় নেটপাড়ায়। যা দেখে কেউ বলেছেন, ‘মার খাওয়ার জন্য় এত পয়সা খরচ’, কারোর কথায়, ‘মেরে নাক থেকে ধোয়া বের করে দাও, পাঠানের ভূত তাড়াও’, কারোর কটূক্তি, ‘আরও যাও সিনেমা হিট করাতে।’ এমনই নানান মন্তব্য উঠে এসেছে।
এদিকে পাঠান নির্মাতার সকলের কাছে স্🔴পয়লার এবং পাইরেসি এড়ানোর অনুরোধ করেছিলেন। YRF-এর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্টে লেখা হয়, ‘কোনও ভিডিও রেকর্ড করা, সেগুলিকে অনলাইনে শেয়ার করা এবং কোনও স্পয়লার দেওয়া থেকে বিরত থাকার জন্য সকলের কাছে বিনীত অনুরোধ করছি।’
'পাঠান' হিট হওয়ার পরও মধ্যপ্রদেশের বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিবাদে বহু হলে একাধিক শো বাতিল হয়েছে। তবে তারপরেও বক্স অফিস ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, দ্বিতীয় দিন অর্থাৎ বৃহস্পতিবার দেশের বক্স অফিসে মোট ৬৮ কোটি টাকার ব্যবসা করেছে! অন্যান🌠্য আঞ্চলিক ভাষায় ছবিটি দেশে ২ কোটি ৫০ লক্ষ টাকার ব্যবসা করেছে। ফলে দ্বিতীয় দিনে ‘পাঠান’-এর ঝুলিতে এসেছে মোট ৭০ কোটি ৫০ লক্ষ টাকা। ফলে দু-দিন মিলিয়ে এই ছবিটির মোট আয় এখন প্রায় ১২৭ কোটিতে দাঁড়িয়েছে। উল্লেখ্য, এই প্রথম কোনও হিন্দি ছবি মুক্তির দ্বিতীয় দিনে ৭০ কোটি টাকার ব্যবসা করল।
তৃতীয় দিনে বক্স অফিসে আয়ের হিস🦋েবটা ঠিক কী? সিনেমা বাণিজ্য বিশ্লেষক অতুল মোহনের অনুমান, পাঠান তৃতীয় দিনে ৩০ কোটি টাকা আয় করতে পারে দেশজুড়ে। তিনি বলেছেন, ‘শুক্রবার সকাল এবং দুপুরের শোগুলি কিছুটা স্তিমিত ছিল। বিকেল ৫টার পর শোগুলি ধীরে ধীরে ভর্তি হতে শুরু করে। উদাহরণস্বরূপ, একটি বড় সিনেমা, দঙ্গল, প্রথম সোমবার (রিলিজের পর প্রথম কাজের দিনে) ২২ কোটি টাকা আয় করেছে। কিন্তু শেষ পর্যন্ত ৪০০ কোটির ঘরে ব্যবসা করেছে এই ছবি। এবার আমার মনে হয়, শনিবার (পাঠান কালেকশনের দিক থেকে) ৪০ কোটি ব্যবসা করবে। আর রবিবার মোটামুটি ৫০ কোটির ঘরে ব্যবসা করবে। অসাধারণ হবে'।