কিছুদিন আগে গোটা দেশ তোলপাড় হয়ে গিয়েছিল একটি খবরে। পুনম পান্ডে নাকি মৃত। তাও জরায়ুর ক্যানসারে। আর সেই খবর ছড়ানোর ঠিক একদিন পরেই জানা যায় তিনি বহাল তবিয়তে আছেন। সেই খবর নিজেই দিয়েছিলেন পুনম। তিনি জানিয়েছিলেন তিনি একটি বিশেষ উদ্দেশ্যে তাঁর মৃত্যুর ভুয়ো খবর রটিয়ে ছিলেন। ক্যানসার নিয়ে সচেতন করতেই এই পাবলিসি🐻টি স্টান্ট করেছেন বলে দাবি করেন বলিউড অভিনেত্রী। তবে জানেন কি পুনম কিন্তু প্রথম নন বলিউডে যাঁর ভুয়ো মৃত্যুর খবর রটানো হয়। তা🉐ঁর আগে মনীষা কৈরালার ভুয়ো মৃত্যুর খবর রটানো হয়েছিল একবার।
পুনমের আগে মনীষা কৈরালার ভুয়ো মৃত্যুর খবর
১৯৯৫ সালে পরিচালক তথা আলিয়া ভাটের বাবা মহেশ ভাট রটিয়ে দেব হয়ে মনীষা কৈরালা নাকি ম♔ৃত। তাও ঠিক তাঁ▨র ছবি ক্রিমিনাল মুক্তির আগে। তিনি তখন একটি খবরের কাগজে অভিনেত্রীর ছবি দিয়ে ছাপিয়ে দেন মনীষা কৈরালা মারা গিয়েছেন।
আরও পড়ুন: 'লজ্জা লাগা 🐭উচিত', শিশুদের গালাগালি শেখাচ্ছেন নুসরত? নেটিজেনদের রোষের মুখে বসিরহাটের সাংসদ
আদতে তিনি বাস্তবে জীবিত থাকলেও ক্🌺রিমিনাল ছবিতে দেখানো হয় মনীষা কৈরালার চরিত্রটি মারা যায় এবং নাগার্জুন সেই খুনের তদন্ত করেন। এই ছবির প্রচারের জন্যই তিনি এই কাজটি করেছিলেন। এখানে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন রাম কৃষ্ণন। দারুণ জনপ্রিয় হয়েছিল সেই ছবিটি। এই ছবির একাধিক গান যেমন তুম মিলে দিল খিলে, ইত্যাদি আজও সমান জনপ্রিয়।
আরও পড়ুন: 'প্রস্তুতি চলছে...' মায়ের দেখানো পথে হেঁটেই বলিউডে প🦹া রাখছেন রেনে! কোন ছবিতে দেখা যাবে সুস্মিতা কন্যাকে?
পুনমের ভুয়ো মৃত্যুর খবর নিয়ে ছিছিকার
পুনম যতই একটি ভালো উদ্দেশ্য নিয়ে নিজের মৃত্যুর ভুয়ো খ🙈বর রটান না কেন অনেকেই বিষয়টি মোটেই ভালো ভাবে নেননি। উল্টে তীব্র বিরোধিতা করেছেন। ঋদ্ধি ডোগরা, বিবেক অগ্নিহোত্রী সহ একাধিক তারকা তাঁর এই কাজের নিন্দা করেছেন।