শহরের বুকে সেভাবে আর মাচা শো না হলেও, গ্রামে গঞ্জে কিন্তু আজও রমরমিয়ে চলে এই শো। বহু তারকা থেকে শিল্পীরাও যান এই শোতে। এদিন এমনই একটি শো করতে গিয়ে বিপদ🔯ে পড়ে একটি নাচের দল। বর্বরতার শিকার হয় আয়োজকদের। সেটারই প্রতিবাদে এদিন গর্জে উঠল বেঙ্গল স্টেজ পারফর্মারস গাইড।
কী হয়েছে?
এদিন বেঙ্গল স্টেজ পারফর্মারস গাইড পেজের তরফে লাইভ আসেন সুমিত গঙ্গোপাধ্যায়, পৌষালি বন্দ্যোপাধ্যায়, প্রমুখ। সেখানে এসে তাঁরা জানান গত ২ এপ্রিল এই নাচের দল পিংলা থানাꦰর অন্তর𝕴্গত বড়িশা গ্রামে শো করতে গিয়েছিল। সেখানে নাচের সময় আয়োজকদের কেউ কেউ মদ্যপান করে সেই নাচের দলের মেয়েদের জামা কাপড় খুলে নাচার অনুরোধ করেন। তাঁদের কথা না শুনলে গলায় পা তুলে দেন। মারধর করেন বিপুল। মেয়েদের শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ করেন তাঁরা।
এই ঘটনার পর থানায় গিয়ে অভিযোগ জানালে স্রেফ ডায়েরি করা ছেড়ে দেওয়া হয়। কোনও ব্যবস্থা নেওয়া হয় না। সেদিনের কথা জানিয়ে সুমিত গঙ্গোপাধ্যায় এদিন লাইভে বলেন, 'এই ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়। অভিযুক্তদের থানায় নিয়ে যাওয়া হলেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। উল্টে 🌱জিডি নিয়ে বলা হয় যাও এখান থেকে।' তিনি এদিন একটি ভিডিয়োও দেখান সেই ঘটনার। জানান, 'ওখানে যা ঘটেছে তাতে কারও মৃত্যু হতে পারত। অনেকেই হাতে, পায়ে, বুকে চোট পেয়েছে। আমরা এর প্রতিবাদ করছি।' তাঁরা এই ঘটনার প্রতিবাদ করে বিচার চেয়েছেন। ইতিমধ্যেই এই ভিডিয়ো কয়েক লক্ষবার দেখা হয়েছে, শেয়ার হয়েছে কয়েক হাজার বার। অনেকেই তাঁদের সমর্থন করে তাঁদের পাশে থাকার বার্তা দিয়েছেন।