টলিপাড়ায় এখন সিরিয়াল বন্ধের হিড়িক, মেগা শুরুর এক-দু'মাসের মধ্যেই তা বন্ধ হয়ে যাচ্ছে। সেখানে অন্য হাওয়া 'সোহাগ চাঁদ'-এর সেটে। এই মেগা পূর্ণ করল ৬০০ এপিসোড। এত বড় মাইলফলক এই সময় দাঁড়িয়ে পার করার পড় সেলেব্রেশন তো হবেই। তাই মেগার কলাকুশলীদের নিয়ে কেক কেটে হল উদযাপন। কালার্স বাংলার এই জনপ্রিয় এই মেগা 'বডি পজিটিভিটি'র মতো বি⭕ষয় পর্দায় ফুটিয়ে তুলেছে। এই মেগায় মুখ্য ভূমিকায় রয়েছেন অন্বেষা রায় মুখোপাধ্যায় তাঁর চরিত্রের নাম 'সোহাগ' অন্যদিকে, তাঁর বিপরীতে 'চাঁদ'-এর ভূমিকায় রয়েছেন অভিষেক বীর শর্মা।
'সোহাগ চাঁদ' ধারাবাহিকের ৬০০ পর্বের উদযাপন
জ♏নপ্রিয় এই মেগা পার করল ৬০০ পর্ব। তাই লাইট, ক্যামেরা, অ্যাকশনের মাঝে সেটেই হল উদযাপন। এই বিশেষ দিনে ধারাবাহিকের সমস্ত কলাকুশলীরা একত্রিত হয়ে সেটেই কেক কাটেন। তারপর চলে স্মৃতিচারণ পর্ব। সকলে একসঙ্গে মিলে হই-হুল্লোড়ও করেন।
আরও পড়ুন: সত্যিই কি ডিভোর🐼্স হচ্ছে? ইনস্টাগꦡ্রামেই বা আনফলো কেন? অবশেষে মুখ খুললেন অর্জুন-পত্নী শ্রীজা
২৮ নভেম্বর, ২০২২ সালে শুরু হয় ধারাবাহিক। 'প্লাস সাইজ' রোম্যান্টিক নায়িকা সোহাগ আর 'ফিটনেস ফ্রিক' চাঁদের গল্প বেশ পছন্দ করেন দর্শকরা। তারা ছোটবেলার বন্ধু ও প্রতিবেশী। গল্পে সোহাগ একজন ব্যাঙ্ক কর্মচারী। ওজনের জন্য প্রায় ৩৪ জন পাত্র তাকে বাতিল করেছে। কিন্তু তথাকথিত 'স♔ুন্দরী' হয়ে উঠতে সে একেবারেই নারাজ। আসলে তার কাছে চেহারাটাই সব কিছু নয়। সে বিশ্বাস করে যে প্রকৃত তাকে ভালোবাসবে, সে তার ভিতরের সৌন্দর্য্যকে ঠিক খুঁজে নেবে। অন্যদিকে, চাঁদ নিজের স্পোর্টস অ্যাকাডেমি খুলতে চায়। সে নিজের জন্য পাত্রী হিসেবে চায় ফিগার সর্বস্ব সুন্দরী। কিন্তু এরপর গল্পের নতুন মোড় নেয় ঘটনা চক্রে সাতপাকে বাঁধা পড়ে 'সোহাগ চাঁদ'।
আরও পড়ুন: ইনস্টাগ্রামকে স্বামীকে আনফলো 🐽শ্র♛ীজার, মুছলেন ছবি, বিচ্ছেদ জল্পনা নিয়ে প্রথমবার মুখ খুললেন অর্জুন
তারপর তাদের জীবনে নানা ঘটনা ঘটতে থাকে, মাঝে তাদের বিচ্ছেদ ﷺহয় তারপর আবার ঘাত প্রতিঘাত পেরিয়ে প্রায় বছর ৬ পর ফের মুখোমুখি সোহাগ ও চাঁদ। সোহাগের জীবন এখন আবর্তিত হচ্ছে তার মেয়ে চরকিকে ঘিরে। এক হাতেই তাকে বড় করছে সোহাগ। ইতিমধ্যেই চাঁদ জানতে পেড়েছে চরকি𒉰র মাকে। কিন্তু চরকির বাবার পরিচয় এখনও চাঁদ জানে না, সে জানে না যে চরকি আসলে তার নিজের মেয়ে। কবে চাঁদ পাবে চরকির আসল পরিচয়? আবার মিলবে সোহাগ ও চাঁদ? তার জন্য মুখিয়ে রয়েছে দর্শকরা।