দু-সপ্তাহ আগেও স্টার জলসার ‘রামপ্রসাদ’ সিরিয়ালের শ্যুটিং করেছিলেন। কিন্তু মারণরোগ ক্যানসারের সঙ্গে এঁটে উঠতে পারলেন না। শুক্রবার রাতে না-ফেরার দেশে পাড়ি দিলেন টলিগঞ্জের অতি পরিচিত কিংশুক গঙ্গোপাধ্যায়। আড়াই দশক দীর্ঘ অভিনয় জীবনে অজস্র টেলিফিল্ম, মেগা সিরিয়ালে কাজ করেছেন কিংশুক। আরও পড়ুন-প্রয়াত ‘রাণী র𒅌াসমণি’, ‘রামপ্রসাদ’ খ্যাত অভিনেতা, অকালেই চলে গেলেন কিংশু🎀ক!
‘কিংশুকদা’র মৃত্যুতে মনভার অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। টলিপাড়া সূত্রে নয়, রাহুলের স্কুলের সিনিয়র প্রয়াত অভিনেতা। সিনিয়র কিংশুক যেমন রাহুলের সঙ্গে খুনসুটি করতেন, তেমন আগলে রাখতেন বড় দাদার মতো। রাহুলকে ডাকনামে চিনতেন, সেইসব আজ শুধুই স্মৃতি। স্কুলের সিনিয়র দাদা কিংশুকের মৃত্যুতে শোকস্তব্ধ রাহুল লেখেন, ‘আরেকজন চলে গেল যে আমার ডাকনাম জানত ,আমার স্কুল সিনিয়র ,সুহৃদ,💯সহযাত্রী কিংশুক চলে গেছে। ভালো থেক বলব না কারণ আমাদের রাজনৈতিক অবস্থান, এটা কি করলেও বলবো না, কারণ ঐরকম ন্যাকামি করলে ঈশ্বরকে/বিজ্ঞানকে ছোট করা হয়..শুধু বলব জীবনের শেষদিন অবধি সবাই যেন ভালোবাসায় থাকে, আয়ু তার যাই হোক,যেমনটা তোমার ছিল।’
শেষ কয়েকমাস শরীর ভালো যাচ্ছিল না। তবুও হার মানেননি কিংশুক। আর প্রতি মুহূর্তে তাঁর লড়াইয়ে পাশে থেকেছেন, তাঁকে আগলে রেখেছেন তাঁর ভালোবাসার মানুষ, প্রহেলিকা (মীনা মণ্ডল)। পেশায় মডেল তিনি। কিংশুকের মৃত্যুতে সর্বহারা প্রহেলিকা। মনের মানুষের জন্য ফেসবুকের দেওয়ালে হৃদয় নিংড়ে লেখেন,'এই ছবিটা তোমার খুব পছন্দের ..বার বার পোস্ট করতে বলতে..আমি করিনি,আজ💯 করলাম শেষবার। চিরবিদায় আমি তোমাকে দেব না..আমার ভিতর থেকে তোমাকে কেউ নিতে পারবে না...শরীর আলাদা হয়েছে আমরা নই বাবান….এটা ঠিক সব কিছুই শূন্য মনে হয়...আমার চোখের সামনে যা কিছু...সবখানে তুমি..জানি না এভাবে বাঁচা যায় কিনা..শক্তি দিও...তুমি বলতে আমরা নাকি আগের জন্মে এক হতে পারিনি তাই এই জন্মে মিলেছি...এবারও হলো না বাবান..শুরু হলো আরও এক জন্মের প্রত্যাশা.....'।
‘আমার দুর্গা’, ‘করুণাময়ী রাণী রাসমণি’, ‘গুড্ডি’, ‘উমার সংসার’, ‘দেবী চৌধুরাণী’র মতো অজস্র হিট মেগার অংশ থেকেছেন কিংশুক। খুব বেশিদিন একসঙ্গে꧋ কাজ না করলেও কিংশুকদা-র স্মৃতি আজও টাটকা ‘রানিমা’ দিতিপ্রিয়ার মনে। বললেন, ‘কিংশুকদা ভীষণ মজার একজন মানুষ ছিলেন। সকলকে হাসিয়ে রাখতেন। সেগুলোই আজ বড্ড মনে পড়ছে।… কিংশুক দা যখন মেক আপ রুমের ওখানে বসত তখন ওখানেই সবাই চা খেতাম, গল্প করতাম। ওই সব কাটানো সময়গুলোর কথা মনে পড়ছে।’
২০২২ সালে ‘দ্য হিউম্যানিটি’ নাম স্বল্প দৈর্ঘ্যের একটি ছবি পরিচালনা করেছিলেন কিংশুক। লিড রোলে অভিনয় করেছিলেন লিটসি দাস ও দেবজিৎ মুখোপাধ্যায়। কিংশুক গঙ্গোপাধ্যায়ের মৃত্য🎀ুতে শোকপ্রকাশ করেছেন অভিনেতা হিরোজিৎ চট্টোপাধ্যায়, দীপাঞ্জন ভট্টাচার্য,কাঞ্চনা 🎉মল্লিক, শ্রীলেখা মিত্র-সহ আরও অনেকেই।