সম্প্রতি মুক্তি পেয়েছে রোমান্টিক কমেডি ড্রামা 𝔍ভুল চুক মাফ সিনেমার অফিসিয়াল টিজার। একেবারে অন্যরকম একটি গল্প নিয়ে আসতে চলেছে এই সিনেমা। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন রাজকুমার রাও এবং ওয়ামিকা গাব্বি।
বারাণসীর প্▨রেক্ষাপটে গড়ে ওঠা এই সিনেমার গল্পটি দুই প্রেমিক প্রেমিকার বিয়ের দিনকে ঘিরে তৈরি করা হয়েছে। খুব সাধারন একটি বিয়ে, কিন্তু তার মধ্যেও রয়েছে অসাধারণ একটা গল্প। বিয়ের কয়েক ঘন্টা আগে থেকেই হঠাৎ করে পাল্টে যায় সময়, পাল্টে যায় ক্যালেন্ডার। তাহলে উপায়?
আরও পড়ুন: সোহা-কুণালের বিয়েতে মত ছিল না শর্মিলা🐟র! দাবি, ‘খুব অহংকার…’, সেটা মেয়ে না জামাইয়ের
আরও পড়ুন: 'পেশির জোরের বদলে মগ🌟জের খেল' দেখাতে রক্তবীজ ২-তে খলনায়ক হয়ে আসছেন অঙ্কুশ! থাকছে আর কোন চমক?
ভুল চুক মাফ টিজার
টিজার শুরু হয় রাজকুমার রাওয়ের বিয়ের তারিখ ঠিক করার প্রেক্ষাপট ঘিরে। গল্পের নায়ক নায়িকার বিয়ে ঠিক হয় ৩০ তারিখ। সবার সম্মতিতে বিয়ের সমস্ত তোড়জোড় শুরু হয়ে যায় দুই বাড়ির তরফ থ🍎েকে। নির্ধারিত দিনে গায়ে হলুদ সম্পন্ন হয় হবু দম্পতির। কিন্তু বিয়ের দিন সকালে আচমকাই রাজকুমার দেখেন আবার গায়ে হলুদের তোড়জোড় করা হয়েছে গোটা বাড়ি জুড়ে।
রাজকুমার মাকে বলেন, আজ তো ৩০ তারিখ। তখন মা বলেন না আজ ২৯ তারিখ। ভুল হয়েছে ভেবে ফের গায়ে হলুদে বসে পড়েন রাজকুমার। কিন্তু পরের দিন সকালে উঠে ফের সেই একই 🐲জিনিস ঘটে তার সঙ্গে। আবারও গায়ে হলুদের আয়োজন হয় গোটা বাড়ি জুড়ে। এবার কিছুটা বিভ্রান্ত লাগে রাজকুমারকে। কীভাবে বারবার দিন বদল﷽ হয়ে যাচ্ছে? কীভাবে বারবার ক্যালেন্ডারের পাল্টে যাচ্ছে?
রাজকুমার নিজের সমস্ত সমস্যা হবু স্ত্রীকে বলেন, কিন্তু সে হাতে মেহেন্দি নিয়ে এইসব শুনতে নারাজ। তাহলে শেষ পর্যন্ত কি হবে? আদৌ বিয়ে হবে তো? বারবার তারিখ পাল্টানোর পেছনে কোনও রহস্য নেই তো? রহস্য না থাকলে কীভাবে বারবার ত⭕ারিখে এইভাবে পিছিয়ে যাচ্ছে? একটা সময়ের মধ্যে কীভাবে আটকে গেছে দুটি পরিবারের জীবন? সমস্ত প্রশ্ন🐼ের সমাধান পাওয়া যাবে সিনেমা মুক্তি পেলে।
আরও পড়ুন: শোভনের ডিভোর্স নিয়ে আদালতে সওয়াল মমতা অনুগামীর, রত্নার হাত ছা🐼ড়ল তৃণমূল? বৈশাখীকে বিয়ে এবার হল বলে
আরও পড়ুন: সি-বিচে বিকিনিতে আলিয়ার♍ দিদা, বয়স এখন ৯৬! রাহা-র মা ছবি দিতেই হল চোখ ছানাবড়া
সিনেমার টিজার নিজেদের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে শেয়🅷ার করে ম্যাডক ফিল্ম ঘোষণা করে, ২৯ নাকি ৩০? ১৯-২০ এর পার্থক্য কিন্তু এইটুকু পার্থক্যই বা কেন? গোটা গল্প জানতে হলে আসতে হবে ১০ এপ্রিল সিনেমাহলে।
সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন এবং পরিচালনা করেছেন করণ শর্মা। উপস্থাপন করেছেন দীনেশ ভিজান। ম্যাডক ফিল্মের এটি তৃতীয় মুক্তিপ্রাপ্ত সিনেমা হতে চলেছে। এর 🔥আগে স্কাইফোর্স এবং ছাবা সিনেমাটির মুক্তি পেয়েছে এই প্রযোজনা সংস্থার 🐻অধীনে। সিনেমাটি আগামী ১০ এপ্রিল মুক্তি পাবে বর পর্দায়।