সিদ্ধার্থ শুক্লার শেষযাত্রায় হাজির ছিলেন পারস ছাবড়া, চর্চিত প্রেমিকা মাহিরা শর্মার সঙ্গে। তখনই চোখে পড়ে বেশ কিছুটা ওজন বাড়িয়ে ফেলেছেন পারস। যা দেখে অবাক হয়েছিল তাঁর অনুরাগীরা। সম♏্প্রতি এক সাক্ষাৎকারে পারস জানালেন, তাঁর বাড়তি ওজনের কারণ। অবসাদ ও উদ্বেগের কারণেই এমনটা হয়েছে বলে মত তাঁর।
‘বিগ বস ১৩’, ‘স্প্লিটসভিলা’র মতো গেম শো-তে দেখা গিয়েছে ফিট পারসকে। বরং, পারস বরাবরই নিজের লুক নিয়ে চিন্তিত। বিগ বসের ঘরে থাকতেও নতুন নতুন ফ্যাশনেবল পোশাক ও অ্যাকসেসরিজ পাঠাত তাঁর প্রাক্তন প্রেমিকা। সাক্ষাৎাকের পারস জানিয়েছেন, অবসাদের কারণে তাঁকে যে ওষুধ খেতে হচ্ছে, সে𝓡টার কারণেই বেড়েছে তাঁর ওজন। তജবে, স্বাভাবিক ভাবে এই ওজন ঝরিয়ে ফেলতে চান তিনি। কোনও ধরনের বাজারচলতি সাপলিমেন্ট নেওয়ার ইচ্ছে নেই তাঁর।
পারস জানান, ‘দুটো কারণে আমার ওজন বেড়েছে। আমার লিভার ইনফেকশন হয়েছিল। যার ফলে আমার গোটা শরীর ফুলে গেছে। দ্বিতীয়ত বিগ বসের ঘর থেকে বেরনোর পর🌠 আমার অ্যাংজাইটি অ্যাটাক আসছিল। যার জন্য আমাকে ওষুধও খেতে হয়েছিল। আর সেই ওযুধের প্রভাবে আমি বেশিরভাগ সময়টা ঘুমিয়ে কাটাতাম। ফলে ওজন বেড়ে গিয়েছে।’
তিনি আরও জানান, ‘শরীরচর্চার মাধ্যমে স্বাভাবিক ভাবে ওজন কমিয়ে ফেলতে চাই আমি। প্রথমে ভেবেছিলাম সাপলিমেন্টস আর হার্ডকোর জিমিং করে ওজন কমাব। কিন্তু পরে আমার বাড়ির সকলে, যারা বেশিরভাগই ডাক্তার তাঁরা আমায় এরকম না করার পরামর্শ দেয়। তাঁরা�🗹�ই আমায় বলে স্বাভাবিক ভাবে ওজন কমানোর কথা, আর আমি তেমনটাই করব।’
সিদ্ধার্থের অন্ত্যেষ্টিতে হাজির ছিলেন পারস-মাহিরা। মুম্বই এয়ারপোর্ট থেকে দু'জনকে হাত ধরে বের হতে দেখা যায়। পরে শ্মশানেও হাজির ছিলেন তাঁরা। পারস জানান, যেদ𒈔িন সকালে সিদ্ধার্থের মারা যাওয়ার খবর পান, সেদিনকেও তাঁর অ্যাংজাইটি অ্যাটাক এসেছিল। কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না সেই খবর।