আরজি কর কাণ্ডে সরব আম জনতা থেকে তারকা। শুক্রবার আরজি কর কাণ্ডের প্রতিবাদে শ্যামবাজার মোড়ে ধর্ণায় বসার কথা ছিল গেরুয়া শিবিরের নেতৃত্বদের। অভিযোগ ২ ঘণ্টার প্রতিকী অবস্থানে 🍎বসার আগেই গেরুয়া শিবিরের ধর্ণা মঞ্চ ভেঙে দেয় পুলিশ। সেখানেই পৌঁছেছিলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল, রূপা গঙ্গোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ-সহ অন্যান্যরা। মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন তাঁরা। তাঁদের সঙ্গে এদিন দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে বচসা-ধস্তাধস্তি হয়। এরপর আটক করা হল রুদ্রনীল ঘোষকে।
এদিক পুলিশের প্রিজন ভ্যানে উঠেও ঘটনার প্রতিবাদে সরব হন রুদ্রনীল ঘোষ। তিনি বলেন, ‘প্রথমে ভারতীয় জনতা পার্টির শ্যামবাজার থেকে মঞ্চ ভেঙে দেওয়া হয়। যেভাবে তাঁরা মানুষের আন্দোলনকে, মা বোনেদের আন্দোলনকে আরজি করে দুষ্কৃতী ঢুকিয়ে বন্ধ করার চেষ্টা করে ছিল। মমতা বন্দ্য়োপাধ্যায় বাংলাদেশের ভয় নিজে পেয়ে গিয়েছেন। বলছেন এই বোনটার দাম নাকি ১০ লক্ষ টাকা। আজ ভারতীয় জনতা পার্টির তরফে🔯 প্রতিবাদ করা হয়। আর আমরা কালচারাল সেলের তরফে প্রতিবাদে নেমেছিলাম। রাস্তা নাকি জ্যাম হচ্ছে, এই অজুহাতে আমাদের মারধর করে গ্রেফতার করা হল। এই যে লালবাজারে নিয়ে যাওয়া হচ্ছে। এবার সবাইকে বলব, রাস্তায় নেমে আসতে, এরা কাউকে ছাড়বে না। দলমত নির্বিশেষে, ঝান্ডা ছাড়া, ঝান্ডা নিয়ে রাস্তায় নামুন। এরাঁ খুন করে দেবে সবাইকে।' রুদ্রনীলের সুরে সুর মিলিয়ে ঠিক তখন পাশ থেকে কালচারাল সেলের অন্যান্য সদস্যরাও বললেন, ‘মা বোনেরা রাস্তায় নেমে আসুন…।’