‘অনেক সময় আমার মনে হয়েছে যে আমি ঠিক কাজ করেছি কিনা। কিন্তু আজ আমার মনে হচ্ছে যে আমি ঠিক জায়গায় দাঁড়িয়ে আছি।’ বিজেপিতে যোগ দেওয়ার পর এমনই মন্তব্য করলেন জনপ্রিয় গায়ক অনুরাধা পড়োয়াল। শনিবার নির্বাচন কমিশনের তরফে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার কয়েক ঘণ্টা আগেই নয়াদিল্লিতে সরকারিভাবে বিজেপিতে যোগ দেন তিনি। সূত্র উদ্ধৃত করে ‘হিন্দুস্তান টাইমস’ গ্রুপের হিন্দি সংবাদমাধ্যম ‘লাইভ হিন্দুস্তান’-র প্রতিবেদনে জানানো হয়েছে যে অনুরাধাকে স্টার প্রচারকের তাল꧋িকায় রাখতে পারে গেরুয়া শিবির। যিনি প্রচুর ভজনও গেয়েছেন। গত ২২ জানুয়ারি রামমন্দিরে রামলালার প্রাণ𒁏প্রতিষ্ঠার সময় অযোধ্যায় ভজনও গেয়েছিলেন।
যদিও শনিবার নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে অনুরাধার যোগদান-পর্বের সময় সেই বিষয়টি নিয়ে মুখ খোলেননি গেরুয়া শিবিরের জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং এবং জাতীয় প্রধান মুখপাত্র অনিল বালুনি। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক শুধু দাবি করেছেন যে 'সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক' ক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কাজ করেছেন, তাতে অনুপ্রাণিত হয়েই গেরুয়া শিবিরে যোগ দিয়েছেন অনুরাধা। কাশী-বিশ্বনাথ করিডর প্রকল্প, উজ্জয়িনীর মহাকাল করিডর প্রকল্প, অযোধ্যায় রামমন্দির🍸 নির্মাণের মতো কাজের মাধ্যমে গর্বের সঙ্গে দেশের সাংস্কৃতিক ও আধ্যাত্মিক ঐতিহ্য তুলে ধরার ক্ষেত্রে মোদীর নেতৃত্ব প্রদানের ক্ষমতা ফুটে উঠেছে।
যে কথাটা অনুরাধার কণ্ঠেও প্রতিধ্বনিত হয়েছে। তিনি বলেন, 'আমি অত্যন্ত খুশি যে আমি এমন মানুষদের দল এবং সরকারে যোগ দিচ্ছি, যাঁদের সনাꦫতনের সঙ্গে গভীর সংযোগ আছে। বছরের পর বছর ধরে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্লে-ব্যাকের পরে গত ৩৫ বছর ধরে আমি শুধুমাত্র ভজন গাইছি।' সেইসঙ্গে দেশকে 'সঠিক দিশায়' নিয়ে যাওয়ায় মোদীকে ধন্যবাদ জানিয়ে অনুরাধা বলেন, 'আমি ভাগ্যবান যে বিজেপিতে যোগদান করতে পেরেছি।'
উল্লেখ্য, বর্ষীয়ান💝 গায়ক অনুরাধা গত বছর একটি বিতর্কে জড়িয়ে পড়েছিলেন। ‘দয়াবান’ (১৯৮৮) সিনেমায় তাঁর গাওয়া ‘আজ ফির তুম পে’ গানটির রিমিক্স ভার্সন গেয়েছিলেন অরিজিৎ সিং। ‘হেট স্টোরি ২’ ছবিতে সেই গান ব্যবহৃত হয়েছিল। কিন্তু সেটা পছন্দ হয়নি অনুরাধার। তিনি দাবি করেছিলেন যে অরিজিতের গাওয়া গান শুনে তিনি আতঙ্কে কেঁদে ফেলেছিলেন। তারপর আসল গানটা শোনার পরে মনে শান্তি ফিরে পেয়েছিলেন।
সেই মন্তব্যের জেরে অবশ্য তুমুল বিতর্ক শুরু হয়েছিল। বিতর্কের মধ্যে অনুরাধা দাবি করেছিলেন যে গায়ক অরিজিতের বিরুদ্ধে কোনও কথা বলেননি বা গায়ক অরিজিতের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলেননি। বরং রিমিক্♑স করার ধরন নিয়ে উষ্মাপ্রকাশ করেছিলেন বলে দাবি করেছিলেন অনুরাধা। যিনি সিনেমায় প্লে-ব্যাক শুরু করেছিলেন ১৯৭৩ সালে। অমিতাভ বচ্চন এবং জয়াপ্রদার 'অভিমান' সিনেমায় গান গেয়েছিলেন।