আরজি কর নিয়ে পোস্ট করার পর থেকেই বেশ বিপাকে পড়তে হয়েছে বং গাই কিরণ দত্তকে। এমনিতেই সোশ্যাল মিডিয়া ট্র🐻োলর হাত থেকে সেভাবে বাঁচতে পারেন না কোনোদিনই। তবে আরজি করের নির্যাতিতার হয়ে বিচার চেয়ে একটি বিশেষ রাজনৈতিক দল (পড়ুন তৃণমূল কংগ্রেস)-এর নিশানায় এই ইউটিউবার।
কিরণের একটি টুইটের স্ক্রিনশট ভাইর🦄াল সোশ্যালে। যেখানে লেখা, ‘জোক সব পলিটিক্যাল পার্টি নিয়েই করি। কিন্তু এক বিশেষ পলিটিক্যাল পার্টি গত কয়েকদিন ধরে দেখছি অকারণে আমার পিছনে লাগছে। নামব গেমে? টিট ফর ট্যাট হবে? চাইছ? মাথায় রেখো আমি যেচে লাগিনি। আমি শু💜ধু উত্তর দেব সাধারণ মানুষ হয়েই।’
আর এর জবাব এল Sivangi Choudhury Mondal নামের এক মহিলার থেকে। যিনি টুইটারে পিন করে নিজের পরিচয় দিয়েছেন, ‘আমি তৃণমূলের আইটি সেলের কেউ নই।আমি দলের সদস্যও না। আমি তৃণমূলের একজন সাধারণ সমর্থক। আমার সোশ্যাল মিডিয়াতে পোস্ট নিজস্ব এবং সম্পূর্ণ ব্যক্তিগত। এর সঙ্গে দলের কোন সম্পর্ক নেই।আমার পোষ্টের ভ꧂ুল ত্রুটি আমার উপর বর্তাবে। আমার পোষ্টের জন্য তৃণমূল কংগ্রেস পার্টি কোনরকম ভাবে দায়ী নয়।’
এই শিবাঙ্গী বং গাই ওরফে কিরণকে জবাব দিয়ে টুইট করলেন, ‘এরকম হুমকি দিস না, যদি ক্ষমতা থাকে করে দেখা। তুই যে পার্টির বিরুদ্ধে অ্যাকশান নিবি, সেই পার্টির নেতা-মন্ত্রী থেকে শুরু করে সমর্থকরা দিল্লি নেতাদের অনেক হুম🐻কি শুনে এসেছে ১৩ বছর ধরে।’
তি♍নি আꦍরও লেখেন, ‘তুই তো বাচ্চা। তোর গাল টিপলে এখনো দুধ বেরোয়। যে কুকুর চিল্লায় সে কুকুর কামড়ায় না। @TheBongGuy’
আরও পড়ুন: তন্ময়ের ছোঁয়া কখনো ‘খারাপ’ লাগেনি, বলে চর্চায় শ্রীলဣেখা! এবার লিখলেন, ‘গতকাল থেকে নারী সম্মান নিয়ে…’
এই টুইটের জবাবে এক নেটিজেন লিখলেন, ‘শুনেছি গাই(গরু)♛এর পশ্চাদ্দেশের ✱চামড়ায় নাকি ভাল ডুগডুগি হয়। বাজিয়ে দেখলে কেমন হয়?’ আরেকজন আবার এই শিবাঙ্গিকেই কটাক্ষ করেন। লেখেন, ‘হায়দরাবাদ আইআইটি-র লোকেরাও আজকাল টটি চাটে!!! কী দিন এল বটে।’ বলে রাখা ভালো, এই মহিলা নিজের বায়োতে দিয়েছেন, ‘IIT Hyderabad alumnus’।
আরও পড়ুন: স্বপ্নে দেখা দিলেন নৈহাটির বড় মা! ফেসবুকে শ্রুতি লিখলেন, ‘অনে🐠ক উঁচুতেဣ উঠে…’
বলে রাখা ভালো, কদিন আগে ফোর্বস🤪ের তালিকায় নাম উঠেছে বং গাইয়ের। ‘ইন্ডিয়ার সেরা ১০০ ক্রিয়েটার’-এর তালিকায় ১০ নম্বরে জায়গা করে নিয়েছেন বাংলার এই ক্রিয়েটার।