জিৎ অভিনীত বুমেরাং ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উত্তেজনা, উন্মাদনার শেষ নেই। কিছুদিন আগেღই এই ছবির প্রথম পোস্টার প্রকাশ্যে এসেছে। এবার মুক্তি পেল এই ছবির টিজার। আর সেটা দেখে এতদিন ধরে কানাঘুষোয় যে রটনা শোনা যাচ্ছিল যে এই ছবিটির সঙ্গে আদতে শাহিদ কাপুর এবং কৃতি শ্যানন অভিনীত ছবি 𝔉তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়ার মিল আছে সেটা বেশ খানিকটা সঠিক বলেই মনে হবে।
কী দেখানো হল বুমেরাং ছবির ঝলকে?
সমর সেন ওরফে জিৎ হলেন একজন আদ্যোপান্ত জিনিয়াস। সে নিত্য নতুন জিনিস আবিষ্কার করে তাক লাগিয়ে দিয়েছে। দুর্দান্ত প্রযুক্তিতে ঠাসা অত্যাধুনিক বাইক থেকে ভবিষ🍨্যতের ভার্চুয়াল মোবাইল সব বানিয়ে ফেলেছে সে। এবার তার লক্ষ্য তার প্রেমিকা নিশা ওরফে রুক্মিণী মৈত্রর মতো দেখতে একটি রোবট বানানোর। সে মারপিট, লাফঝাঁপ করা থেকে শুরু করে সিলিংয়ে চলাফেরা করা তাও উল্টো হয়ে, বাংলা কবিতা বলতে পারা সবই পারে এবং করে। আর এটার মাধ্যমেই ইতিহাস তৈরি করতে চায় সমর। কিন্তু পারে কি আদৌ? কোন সমস্যায় পড়ে সে? সেটা নিয়েই এই ছবি।
এখানে জিৎ এবং রুক্মিণী ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সৌরভ দাস, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, প্রমুখকে। এই ছবিটির পরিচালনা করেছেন সৌভিক কুণ্ডু। প্রযোজনার দায়িত্বে আছে জিৎ ফিল্মওয়ার্কস। আগামী ৭ জুন মুক্তি পাচ্ছে এই ছবিটি। টিজার দেখেই স্🌼পষ্ট এখানে সায়েন্স ফিকশনের সঙ্গে জুড়ে গিয়েছে কমেডির পাঞ্চ।
আরও পড়ুন: অরিজিতের পর এবার রহমানের গান গেয়ে তাক লাগলেন বাংলার শুভ, কেঁদে ফেললেনꦅ মুগ্ধ নেহা
আরও পড়ুন: '২৩ বছরে এই প্রথম...' মুক্তির ২৫ সপ্তাহ পর কোন নতুন𒊎 রেকর্ড গড়ল বিক্রান্তের ১২ ফেল?
কে কী বলছেন এই টিজার দেখে?
জিতের ভক্তরা রীতিমত মুগ্ধ হয়ে গিয়েছে এই ছবির টিজার দেখে। এক ব্যক্তি প্রশংসা করে লেখেন, 'শুধু সাউথ ইন্ডিয়া না, আমাদের বাংলাও পারে সেটা শুধু জিৎদা একের পর এক ছবি এনে প্রমাণ করে চলেছে।' আরেকজন লেখেন, 'এইটা শুধু তোমার স্বপ্ন নয় দাদা, এই ধরনের নতুন কনসেপ্ট নিয়ে সিনেমা দেখাটা আমাদেরও স্বপ্ন।' তৃতীয় ব্যক্তির মত, 'আমরা সবাই পুরোনো বাংলা সিনেমার দিনগুলো ফেরত চাই। এই ꧅ভাবেই।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'বাচ্চা শ্বশুর জিৎদার দারুন একটা কমেডি ড্রামা মুভি ছিল। আশা করি এটা সেই মুভিটাকেও ছাপিয়ে যাবে। বেস্ট অফ লাক জিৎদা।'🦹