নায়িকাদের বয়স হলেই নাকি বলিউডে চাহিদা কমে যায়, প্রধান চরিত্রে আর অভিনয় করার সুযোগ পান না নায়িকারা, এই সমস্ত মন্তব্য নস্যাৎ করে সম্প্রতি সেলিনা জেটলি জানালেন, তাঁর রিলের দর্শক সংখ্যা সিনেমার দর্শক সংখ্যা থেকেও বেশি।
সম্প্রতি X হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করে সেলিনা লেখেন, ‘অনেকেই আমাকে বলেন ৩৯ বছরের পর এই ইন্ডাস্ট্রিতে একজন মহিলার গুরুত্ব কমতে শুরু করে। আমায় এও বলা হয়, আমাকে হয়তো দেখতে ২৭ বছর বয়সে কিন্তু বয়স লুকিয়ে রাখা যায় না।’
আরও পড়ুন: ‘যেতে পারি, কিন্তু...’, মুসলিম হয়েও কেন পাকিস্তানে যেতে চাননি ইরফান?
আরও পড়ুন: ‘পাকিস্তানে হিন্দু নেই?’ মুনিরের মন্তব্যের কড়া সমালোচনা করলেন জাভেদ
সেলিনা লেখেন, ‘সংখ্যাই যদি ধরা হয় তাহলে আমার ইনস্টাগ্রাম রিলের দর্শক সংখ্যা একটি পূর্ণদৈর্ঘ্য ছবির দর্শক সংখ্যার থেকেও বেশি। এক একটি রিলে দর্শক সংখ্যা প্রায় ৩০ মিলিয়ন মতো। প্রিয় পুরুষ এবং মহিলারা, এই কথাটি অবশ্যই মনে রাখবেন আপনার বয়স কখনও আপনার কাজের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায় না।’
অভিনেত্রী লেখেন, ‘মাতৃত্ব আমার যাত্রা কখনও থামিয়ে দেয়নি, বরং আমাকে আরও শক্তিশালী করে তুলেছে। প্রত্যেকটি চ্যালেঞ্জে নতুন করে লড়াই করার সুযোগ পাচ্ছি। আমি শেষ হয়ে যায়নি, বরং নতুন করে শুরু করেছি। নতুন করে নিজেকে প্রস্তুত করছি, আমি এখানে থাকার জন্য এসেছি। আরও শক্তিশালী, আরও সাহসী, অপ্রতিরোধ্য। আমি আমার চেয়ারটি এমন একটি টেবিলে নিয়ে আসবো যেখানে আমার জন্য কেউ থাকবে না!!’
প্রসঙ্গত, ২০০৩ সালে ‘জানশিন’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সেলিনা জেটলি। পরবর্তী সময়ে ‘হেই বেবি’, ‘গোলমাল রিটার্ন’, ‘আপনা সপ্না মানি মানি’, ‘নো এন্ট্রি’ সহ বেশ কয়েকটি ছবিটি অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। বর্তমানে অভিনেত্রীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ফলোয়ার সংখ্যা ৬.২ লক্ষ।
আরও পড়ুন: ২৫ বছর পর ফের বড় পর্দায় ‘ধড়কন’, নস্টালজিয়ায় ভাসবেন দর্শকরা
আরও পড়ুন: অসাধারণ! ‘সিতারে জামিন পার’ ছবির ট্রেলার দেখে মুগ্ধ রীতেশ
উল্লেখ্য, ২০১১ সালে অস্ট্রেলিয়ান উদ্যোক্তা তথা হোটেল ব্যবসায়ী পিটার হ্যাগকে বিয়ে করেন তিনি। ২০১২ সালে জমজ দুই সন্তানকে জন্ম দেন সেলিনা। মা হওয়ার পর কিছু সময়ের জন্য বড় পর্দা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখেন তিনি। তবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভক্তদের সঙ্গে যোগাযোগ ধরে রেখেছেন সেলিনা।