প্রয়াত বেঙ্গালুরুর খ্যাতনাম ফিটনেস আইকন অনিল কাদসু🙈র। মাত্র ৪৫ বছর বয়সেই চলে যেতে হল তাঁকে। জানা যাচ্ছে, শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃ🌟ত্যু হয় তাঁর। খ্যাতনামা সাইক্লিস্ট ছিলেন অনিল।
দৈনিক ১০০ কিলোমিটার সাইকেল রাইডের জন্য বিখ্যাত ছিলেন এই ফিটনেস আইকন, প্রশিক্ষক অনিল কাদসুর। সম্প্রতি সাইক্লিস্ট হিসাবেই বিশেষ মাইলফলক পার করেছেন অনিল। টানা ৪২ মাস সেঞ্চুরি রাইড (১০০ কিমি) সম্পূর্ণ করে মোট ১৫০০টি সেঞ্চুরি 🎐সাইকেল রাইড করার রেডর্ড রয়েছে তাঁর। বেঙ্গালুরুর সাইক্ജলিস্ট সম্প্রদায়ের জন্য একটি অনুপ্রেরণা হয়ে ওঠে।
তবে যেদিন তিনি রেকর্ড গড়েন এবং সোশ্যাল মিডিয়ায় নিজের এই কৃতিত্বের কথা 𝓡তুলে ধরেন, সেদিন রাতেই শরীরে অস্বস্তি নিয়ে হাসপাতালে ভর্তি হন অনিল। এরপর ২ ফেব্রুয়ারি শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যুর খবর মেলে। ফিটনেস সচেতন হয়েও কেন এভাবে মৃত্যু তা নিয়ে প্রশ্ন উঠেছে নেটপাড়ায়।
আরও পড়ু🍰ন-অডিশন দেখে আমিরকে আমিই 'রিজেক্ট' করে দি,꧂ বেশি নম্বর নিয়ে পাশ করেন রবি কিষাণ: কিরণ রাও