চঞ্চল চৌধুরী বাংলায় একের পর এক দুর্দাไন্ত প্রজেক্টের সঙ্গে যুক্ত হয়ে চমক দিয়েই চলেছেন। এখন আর কারও জানতে বাকি নেই যে আগামীতে তাঁকে মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে। সৃজিত মুখোপাধ্যায়ের ‘পদাতিক’ ছবিতে তিনি কাজ করবেন। এবার জানা গেল আরও একটি কাল্ট চরিত্রে তাঁকে দেখা যেতে চলেছে। কমলেশ্বর মুখোপাধ্যায়ের আগামী ওয়েব সিরিজ ‘গণদেবতা’য় তাঁকে দেখা যেতে পারꦿে তাও সৌমিত্র চট্টোপাধ্যায়ের করে যাওয়া দেবু পণ্ডিতের চরিত্রে। যদিও ওপার বাংলার এই অভিনেতা জানিয়েছেন এখনও কিছুই চূড়ান্ত হয়নি, তবে তিনি ভাবনা চিন্তা শুরু করেছেন।
কমলেশ্বর মুখোপাধ্যায় নাকি ইতিমধ্যেই এই সিরিজ��ের চিত্রনাট্য নিয়ে কাজ করা শুরু করে দিয়েছেন। সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘গণদেবতা’র উপর ভিত্তি করেই তিনি এই সিরিজের স্ক্রিপ্ট লিখছেন। এই সিরিজের প্রযোজনা করবে ক্যামেলিয়া প্রোডাকশন। আর এ হেন꧅ সিরিজের দেবু পণ্ডিতের চরিত্রের অফার গিয়েছে চঞ্চলের কাছে।
কেবল চঞ্চল চৌধুরী নন, এপার বাংলার অন্যতম স্বনামধন্য অভিনেত্রী অরুণিমা ঘোষকেও এই সিরিজে দেখা যাবে। তিনি এখানে দুর্গার চরিত্রে অভিনয় করবেন। তাছাড়া কিঞ্জল নন্দ, লোকনাথ দে, প্রমুখকেও অন্যান🐎্য চরিত্রে দেখা যাবে।
আরও পড়ুন: নতুন পদ রাঁধছেন প্রসূন, সঙ্গী হয়েছেন 𒐪চঞ্চল! ব্꧙যাপারটা কী
নিউজ ১৮-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এই ওয়েব সিরিজ এবং চরিত্রের বিষয়ে নিজের মতামত জানান চঞ্চল। অভিনেতা বলেন, 'এখনও কিছুই ফাইনাল হয়নি।ꦑ প্রাথম♋িক আলোচনা হয়েছে। আমার ইচ্ছে আছে এই কাজটি করার। ব্যাপারটা চূড়ান্ত হলে জানতে পারবেন।'