টেলিভিশনের হার্টথ্রব নায়কের বিয়ে বলে কথা! অনুষ্ঠানের খুঁটিনাটিতে তো নজর থাকবে সবার। বৃহস্পতিবার বৈশাখের বৃষ্টিভেজা সন্ধ্যায় গঙ্গা পেরিয়ে কৌশাম্বিকে বিয়ে করতে পৌঁছেছিলেন আদৃত। হাওড়ার রামরাজাতলার এক ব্যাঙ্কোয়েটে বসেছিল বিয়ের আসর। আরও পড়ুন-আদৃতের হাতের সিঁদুরে সীমান্তিনী কৌশাম্বি! মিঠাই-ফুলকি পরিবারের কারা এলেন🌞 বিয়েতে
নিজেদের বিয়েটা ব্যক্তিগতই রাখছে চেয়েছেন আদৃত-কৌশাম্বি। এদিন মিডিয়া আমন্ত্রিত ছিল না, তবে বিয়ের অন্দরের একাধিক ঝলক ইতিমধ্যেই ফাঁস হয়েছে। হ🐼লুদ পাঞ্জাবি আর তসর ধুতিতে বরের সাজে একদিকে যেমন অনবদ্য দেখাচ্ছে আদৃতকে। তেমনই আবার লাল বেনারসিতে অনবদ্য রূপ কৌশাম্বি। ভরপুর বাঙালিয়ানায় তাঁদের এতটাই সুন্দর দেখাচ্ছিল যে একঝলক দেখেই মুগ্ধ সকলে। তবে জানেন কি আদৃত-কৌশাম্বির বিয়ের মেন্যুতে কী কী থাকছে বিশেষ পদ?
নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে এদিন হাজির হয়েছিল মিঠাই ও ফুলকি পরিবারের সদস্যরা। দু’জনের ঝলক দেখেই চোখ আটকে যাওয়ার জোগাড়। বিয়ের মেনু ছিল একদম বাঙালিয়ানায় ঠাসা। একঝলকে দেখে নেওয়া যাক, কী কী পদ রয়েছে অভিনেতা-অভিনেত্রীর বিয়ের মেনুতে। শুরুতেই ওয়েলকাম ড্রিঙ্কস নানা ধরনের মকটেল, সঙ্গে কফি-চা তো ছিলই। সঙ💟্গে মনপসন্দ নানা ধরনের স্ন্যাক্স। মেন কোর্সে ছিল ফিশ ফ্রাই, চিংড়ি মাছের মালাইকারি, মাটন বিরিয়ানি এবং মুর্গ লাহোরি।
আদৃত খুব বেশি ম𒊎াছ পছন্দ করেন না, তবে ফিশ ফ্রাই আর বিরিয়ানি ভীষণ পছন্দ কৌশাম্বির। অন্যদিকে শেষপাতে মিষ্টিমুখ করার জন্য ডেসার্টের তালিকাটাও ছিল বেশ লম্বা। একদিকে বিরিয়ানির সঙ্গে তাল মিলিয়ে রাখা হয় ফিরনি, এর পাশাপাশি ম্যাঙ্গো সুফলে, কেশর রসমালাই। আমিষের পাশাপাশি নিরামিষ প্ল্যাটারও ছিল বিয়ের 𝔍আসরে। সেখানে বিরিয়ানির বদলে পোলাও, অন্য়দিকে মাটন বা চিকেনের বদলে পনীর প্রাধান্য পেয়েছে।
কোথায় বসছে আদৃত-কৌশাম্বির বিয়ের আসর? ঘুরে দেখুন রাজকꦺীয় ভেনুর অন্দরমহল, খরচ কেমন?