▨ ভ্যালেন্টাইনস ডে-তে মুক্তি পেয়েছে ভিকি কৌশলের পিরিয়ড ড্রামা 'ছাবা'। এই ছবির বক্স অফিসে বেশ ভালোই পারফর্ম করবে এমনই আশা ছিল ফিল্ম সমালোচকদের। আর ছবি মুক্তির প্রথম দিনে তেমনটাই ঘটেছে। লক্ষ্মণ উতেকারের এই ছবি ২০২৫ সালে সবচেয়ে বড় সব থেকে বড় 'ওপেনিং' দিয়েছে।
🌞জানা যাচ্ছে, ছবিটি বক্স অফিসে প্রথম দিনেই দুর্দান্ত পারফর্ম করেছে। প্রথম দিনে সব ভাষা মিলিয়ে এই ছবির কালেকশন হয়েছে প্রায় ৩১ কোটি টাকা (নেট)। তথ্য বলছে, উদ্বোধনী দিনে হিন্দি ভাষা থেকে মোট ৩৫.১৭ শতাংশ আয় করেছে। যার মধ্যে, মর্নিং শোয়ের ক্ষেত্রে ৩০.৫১ শতাংশ, বিকেলের শোয়ে ৩৪.৫০ শতাংশ এবং সন্ধ্যের শো থেকে ৪০.৫১ শতাংশ দর্শক ছবিটি দেখেছেন।
🅠এর আগে ভিকি কৌশলের ছবি 'উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক'-৮.২০ কোটি টাকা আয় করেছিল। তবে সেই আয়কে এবার ছাপিয়ে গিয়ে ভিকির ‘ছাবা’ চলতি বছরের সবচেয়ে বড় ওপেনার হয়ে উঠেছে। অক্ষয় কুমারের 'স্কাই ফোর্স'কেও পেছনে ফেলে দিয়েছে ‘ছাবা’। 'স্কাই ফোর্স'-ছবিটি গত মাসে প্রথম দিনে ১৫.৩০ কোটি টাকা আয় করেছিল।
🔴ট্রেড ট্র্যাকার স্যাকনিল্ক জানিয়েছে, ১থম দিনের অগ্রিম বুকিং হিসেবে দেশজুড়ে ‘ছাবা’র প্রায় ৫ লক্ষ টিকিট বিক্রি হয়েছে।
🌜আরও পড়ুন-ইন্দ্রনীলের সঙ্গে বিয়ে ভেঙেছে! বিকিনি পরে সৈকতে কার সঙ্গে ভ্যালেন্টাইনস ডে কাটালেন বরখা?
ছাবা
🌃লক্ষ্মণ উতেকর পরিচালিত ও ম্যাডক ফিল্মসের অধীনে দীনেশ বিজন প্রযোজিত 'ছাবা' একটি ঐতিহাসিক অ্যাকশন সিনেমা। যেটি কিনা মারাঠা রাজা সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে তৈরি। যে চরিত্রে অভিনয় করেছেন ভিকি কৌশল। ছবিতে মহারানি ইয়েসুবাইয়ের চরিত্রে রশ্মিকা মান্দানা। এছাড়াও ঔরঙ্গজেবের ভূমিকায় রয়েছেন অক্ষয় খান্না, সরসেনাপতি হাম্বিরাও মোহিতের চরিত্রে আশুতোষ রানা এবং সোয়ারাবাইয়ের চরিত্রে দিব্যা দত্ত অভিনয় করেছেন। ছবিটি শিবাজী সাওয়ান্তের মারাঠি উপন্যাস ‘ছাবা’ অবলম্বনে নির্মিত।
♕এই ছবির সিনেমাটিক স্কোর ও সাউন্ডট্র্যাক অ্যালবামটি সুর দিয়েছেন এ আর রহমান এবং গানের কথা লিখেছেন ইরশাদ কামিল।
🦩হিন্দুস্তান টাইমসের পর্যালোচনা অনুসারে, ‘ছাবা’ ‘সম্ভাজির সাহসিকতা ও আত্মত্যাগের একটি শক্তিশালী শ্রদ্ধাঞ্জলি হতে পারে। তবে সেই লক্ষ্যের মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়ে আছে, বাজে সম্পাদনা এবং মারাঠা শাসকের অতিমাত্রায় সুপারহিরোফিকেশন। এই বিষয়গুলি মূলত সেখানেই ধরা পড়ে যেখানে আমরা তাঁকে মানবিক হতে দেখি, যেখানে চলচ্চিত্রটি সংযোগ স্থাপন করে ’।