কেন্দ্রের তরফে ইতিমধ্যেই এবারের পদ্ম পুরস্কার প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। সেখানেই জানা গিয়েছে যে এবার পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হচ্ছেন চিরঞ্জীবী। আর এই খবর প্রকাশ্যে﷽ আসার পরই তিনি ধন্যবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটিܫ পোস্ট করেন।
পদ্মবিভূষণ পেয়ে কী বললেন চিরঞ্জীবী?
প্রসঙ্গত ভারত রত্নের পরই হচ্ছে পদ্মবিভূষণ, অর্থাৎ এটি দেশের দ্বিতীয় বৃহত্তর নাগরিক সম্মান। আর সেই সম্মানেই এবার সম্মানিত হচ্ছেন চিরঞ্জীবী। এর আগে তিনি ২০০৬ সালে পদ্মভূষণ পেয়েছﷺেন। এবারের এই পদ্ম পুরস্কারের তালিকা ঘোষণা হতেই তিনি একটি ভিডিয়ো পোস্ট করেন। সেখানে এই অভিনেতা বলেন, 'এই খবরটা পাওয়ার পরই আমি বাক্যহারা হয়ে গিয়েছি। ভীষণ আনন্দ হচ্ছে। আমি অত্যন্ত ধন্য এবং কৃতজ্ঞ এই সম্মানটি পেয়ে। এটা আমার দর্শকদের, ভক্তদের ভালোবাসার ফল, ওদের জন্যই আমি এতদূর আসে পেরেছি। আমি আমার জীবন এবং এই মুহূর্তে তোমাদের উৎসর্গ করলাম।'
আরও পড়ুন: গান গেয়ে সন্ধ্যা জমালেন রূপম, রকস্টারের ব🍌ার্থডে পার্টিতে সৃজিত-অনুপম-রুদ্রনীল সহ এলেন কারা?
তিনি এদিন তাঁর এই ভিডিয়োতে আরও বলেন, 'গত ৪৫ এর কেরিয়ার ধরে আমি আমার সাধ্য মতো তোমাদের সবাইকে বিনোদন দেওয়ার চেষ্টা করেছি। অন্যদিকে বাস্তবে আমার সাধ্য মতো সামাজিক কাজ করার চেষ্টা করেছি। যা করেছি সেটা খুব যৎসামান্য, তবুও আমাকে যে সম্মান বা পরিচিতি দিয়েছেন সেটা অনেক বড়। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার জন্য আপনাদের কাছে ঋণী হয়ে থাকব। এই উপলক্ষ্যে আমি ভারতীয় সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে এই সম্মান জা♍নানোর জন্য। ধন্যবাদ সবাইকে। জয় হিন্দ।'
প্রসঙ্গত এবারের যে পাঁচজন পদ্মবিভূষণ পাচ্ছেন তাঁডের🍌 মধ্যে চিরঞ্জীবী ছাড়াও আছেন প্রাক্তন উপরাষ্ট্রপতি ভে🎃ঙ্কাইয়া নাইডু, অভিনেত্রী বৈজয়ন্তিমালা, প্রমুখ। পদ্মভূষণ পাচ্ছেন মিঠুন চক্রবর্তী, ঊষা উত্থুপ সহ মোট ১৭ জন।
আরও পড়ুন: : ঐশ্বর্যর ♍সঙ্গে বিচ্ছেদের জল্পনা তুঙ্গে, শ্বেতার পর এবার রহস্যজনক পোস্ꦉট অভিষেকের, ব্যাপারটা কী?
চিরঞ্জীবী আর কী কী সম্মান পেয়েছেন?
এই দক্ষিণী তারকা তাঁর এই দীর্ঘ কেরিয়ারে একাধিক সম্মানে সম্মানিত হয়েছেন। এর মধ্যে আছে অন্ধ্র প্রদেশের সব থেকে বড় চলচ্চিত্র সম্মান, রঘুপতি ভেঙ্কাইཧয়া পুরস্কার, তিনটি নন্দী পুরস্কার, ৯টি ফিল্মফেয়া🅠র, ইত্যাদি।