𒀰 ঘোষণা আগেই হয়েছিল। জানা গিয়েছিল দিতিপ্রিয়া রাণী রাসমণি ধারাবাহিকের পর আবারও জি বাংলার পর্দায় ফিরছেন নতুন মেগা নিয়ে। জল্পনা ছিল তাঁর বিপরীতে দেখা যাবে জিতু কমলকে। এবার জানা গেল সেই জল্পনা সত্যি হল। কিন্তু বদলে গেল ধারাবাহিকের পূর্ব ঘোষিত নাম।
চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের প্রোমো
♊আগে জানা গিয়েছিল এই ধারাবাহিকের নাম হবে তোমাকে ভালোবেসে। এবার জানা গেল না, সেই ধারাবাহিকের নাম হতে চলেছে চিরদিনই তুমি যে আমার। এই ধারাবাহিকের হাত ধরেই ছোট পর্দায় কেবল দিতিপ্রিয়া নন, ফিরছেন জিতু কমলও। ফলে দর্শকদের এই ধারাবাহিক নিয়ে যে প্রত্যাশা তুঙ্গে বলার অপেক্ষা রাখে না।
♕আগে যেমনটা জানানো হয়েছিল নায়িকার প্রেমিক/বর আকাশ থেকে বিমানে নামবে সেটা এই প্রোমোতেও দেখা গেল। নায়ক অর্থাৎ জিতু কমল হেলিকপ্টার থেকে নেমে আসছেন। সেটা দেখে প্রশ্ন করলে জিতু জানান দিতিপ্রিয়া বেড়াতে যেতে চেয়েছেন বলেই এনেছেন। তখন নায়িকাকে সেখানে দাঁড়িয়ে গোলা খেতে দেখা যায়। সেটা দেখেই জিতু বলে ওঠেন, 'এই বরফ কেউ খায় নাকি?' জবাবে নায়িকা বলেন, 'ইচ্ছে একদিন বরফে পাহাড়ে যাব, বরফে বসে বরফে গোলা খাব।'
🐬নায়িকার স্বপ্নপূরণ করতে তাঁকে নিয়ে বরফ ঢাকা পাহাড়ে নিয়ে যায় নায়ক। সেখানে গিয়ে ছেলেমানুষের মতো বরফ নিয়ে খেলতে, ছুটে বেড়াতে দেখা যায় দিতিপ্রিয়াকে। কিন্তু একটা সময় সে বয়স নিয়ে জিতুকে খোঁচা দেন। পরে যখন নায়িকার পা হড়কে যায় তাঁকে বাঁচায় নায়ক। বলে, 'বয়স মানুষকে সাবধানী হতে শেখায়।' শেষে দিতিপ্রিয়াকে বলতে শোনা যায় যে তাঁরা সাত জন্মের বাঁধনে বাঁধা। দুজনের লুক দেখে স্পষ্ট যে এটা একটা অসমবয়সী প্রেমের গল্প হতে চলেছে। একজন উচ্ছ্বল, প্রাণবন্ত। আরেকজন তাঁর জন্য সব করতে রাজি হলেও মার্জিত, শান্ত, পরিণত।
♈এদিন এই প্রোমো পোস্ট করে চ্যানেলের তরফে লেখা হয়, 'ভালোবাসা সত্যি হলে, বয়স কোনও বাধা হতে পারে কি? আসছে নতুন ধারাবাহিক - চিরদিনই তুমি যে আমার।'
আরও পড়ুন:🐈 সাতপাকে বাঁধা পড়লেন সিদ্ধার্থ-নীলম, মালাবদল হতে না হতেই বউকে জাপটে চুমু প্রিয়াঙ্কার ভাইয়ের! দেখুন ভিডিয়ো
কে কী বলছেন?
🦩এক ব্যক্তি লেখেন, 'চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের নতুন প্রোমো সত্যিই অসাধারণ।' আরেকজন লেখেন, 'এটা দেখতেই হবে।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'দিতিপ্রিয়ার আবার আগমন ছোট পর্দায়ে ভালো লাগল। জিতু দাকে নেওয়া আরও দারুন লাগছে।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'অবশেষে অন্যরকমের কিছু আসছে।'