ইউকুলেলে হাতে বাম রাজনীতির মঞ্চ মাতিয়েছে সে। বছর দুয়েক আগে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়েছিল ক্লাস সেভেনের ছাত্রীর গাওয়া গণসংগীত। এখন সে নবম শ্রেণি, দাদুর হাত ধরে সারেগামাপা-র মঞ্চে পৌঁছেছিল আরাত্রিকা সিনহা। শোষিত-বঞ্চিতদের কথা গানে গানে তুলে ধরে বিচারকমণ্ডলী থেকে দর্শক সবার মন এক লহমায় জিতে নিয়েছে সে। আরও পড়ুন-সারেগামাপা-র মঞ্চে সাড়া ফেলল ‘কমরেড’ আরাত্রিকার গণসংগীত! গর্বে বুক ফুলল বাঁকু🏅ড়ার
সারেগাামাপা-র চলতি সিজনের অন্যতম চর্চিত প্রতিযোগী সে। জাভেদ আলি এবং জোজ♋োর টিমের অন্যতম রত্ন। গ্র্য়ান্ড অডিশন এবং মেগা অডিশনে ‘কারার ওই লৌহ কপাট’ এবং ‘পথে এবার নামো সাথী পথেই হবে পথ চেনা…’র মতো জনপ্রিয় গণসঙ্গীত গেয়ে হইচই ফেলেছিল আরাত্রিকা। গ্র্যান্ড ওপেনিং পর্বে কী গান গাইবেন তিনি? সেই ঝলক এল সামনে।
এবার সুবীর সেনের জনপ্রিয় গান, ‘ওই উজ্🐟জ্বল দিন’ পারফর্ম করতে দেখা যাবে আরাত্রিকাকে। মঞ্চে তাঁর সঙ্গে দেবেন গুরু জোজো। তাঁর কন্ঠে শোনা যাবে জনপ্রিয় লোকসঙ্গীত ‘নাও ছাড়াইয়া দে, পাল উড়াইয়া দে…’। গুরু-শিষ্যার এই যুগলবন্দিতে মুগ্ধ অন্য বিচারকরা। শান্তনু মৈত্র জানালেন, ‘অবিশ্বাস্য়’।
বাঁকুড়ার ভাদুলের মেয়ে আরাত্রিকা। তিন বছর বয়স থেকে স্টেজ পারফরম্যান্স করছে সে। গত ৬ বছর ধরে কলকাতার শ্রুতিনন্দনে গানের তালিম নিয়েছে আরাত্রিকা। ছোট থেকেই বাবা-দাদুকে বাম রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে দেখেছেন। বাম ও গণনাট্য আন্দোলনের সঙ্গে যুক্ত আরাত্রিকার বাবা,সৌম্য সিনহা। গণসঙ্গীতের উপর তাঁর আকর্ষণ বরাবরের, তার হাত ধরেই🌊 এবার এত বড় মঞ্চে পৌঁছেছে ভাদুলের মেয়ে। গানে গানে মানুষের কথা বলেন আরাত্রিকা। তাঁর গানে মুগ্ধ বৃন্দা করাতও। তবে শুধু বামপন্থীদের মনেই নয়, আরাত্রিকার কন্ঠের জাদুতে বুঁদ গানপ্রেমীরা। আরাত্রিকার গানে যেমন মুগ্ধ সকলে, তেমনই তাঁর সঙ্গে ‘কমরেড’ তকমা জুড়ে যাওয়ায় আতঙ্কিতও তাঁরা। যদিও গণসঙ্গীতের প্রতি আরাত্রিকার 🧸টান নিজের থেকেই। অতীতে তাঁর বাবা-দাদু বলেছেন জোর করে কিছুই চাপিয়ে দেওয়া হয়নি আরাত্রিকার উপর।
দিবাকরকে জড়িয়ে আবেগঘন জাভেদ আলি, সারেগামাপার মঞ্🤪চে কী কারান🌱ামা করল দার্জিলিং-এর ভূমিপুত্র!
পুরোনো বাংলা ছবির গান, রবীন্দ্রসঙ্গীত গাইতেও ভালোবাসে আরাত্রিকা। জীবনের গান গাওয়া আরাত্রিকা এই সিজনে কতটা সাড়া ফেলবে? সেই প্রꦕশ্নের জবাব মিলবে সারেগামাপা-র আগামী পর্বগুলিতে। তবে এর শুরু🎃টা কিন্তু ধামাকেদার হতে চলেছে।