দাদাগির𒁃ির মঞ্চে এবার সুস্বাদু খাবারের স্বাদ। সৌরভের সঞ্চালনায় জনপ্রিয় এই শোয়ের মঞ্চে হাজির কলকাতার খ্যাতনামা খাবারের হোটেল ও রেস্তোরাঁ মালিকরা। ব্যারাকপুরের দাদা-বৌদির বিরিয়ানি থেকে কসবার রেস্তোরাঁ রোস্টেড কার্ট (Roasted cart)-এর মালিক, এসেছিলেন কলেজস্ট্রিটের জনপ্রিয় পাইস হোটেল ‘মহল’-এর মালিকও। দাদাগিরিতে তাঁদের নানান মুহূর্ত ও সৌরভের সঙ্গে কথোপকথনে তাঁদের ব্যবসা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে।
'দাদাগিরি' নতুন প্রোমোতে দেখা গেল, মাটির থালায় সাজানো কলেজ স্ট্রিটের বিখ্যাত পাইস হোটেল 'মহল'-এর নানান বাঙালি পদ। তাতে রয়েছে, ভাত, ডাল,♛ আলুভাজা, আলুপোস্ত, শুক্তো, মাছের ডিমের বড়া, পোস্তর বড়া, ইলিশ মাছ, চাটনি, সহ আরও কত কী! সেগুলি দেখিয়ে সৌরভকে বলতে শোনা গেল, ‘এই সেই পাইস হোটেলের খাবার, ১৯১৭ সাল থেকে শুরু, বড় বড় মনীষী, বিখ্যাত, সাকসেসফুল মানুষরা উত্তর কলকাতার এই পাইস হোটেলে খাওয়া-দাওয়া সারতেন।’ এরপরই সৌরভ খাবারগুলি দেখিয়ে বলেন, ‘এখানে যেমন ফিসফ্রাই আছে, দাদা ফেবারিট পোস্তর বড়া আছে’ বলেই টপ করে তুলে মুখে পুড়ে দেন একটা বড়া। বলেন, ‘একটা নিতেই হবে, এতো না খেলে হবে না…।’ তারপর ফের মাছের দিকে দেখিয়ে বলেন, ‘এই তো চিংড়ি মাছ, এই মাছটা কী’। উত্তর এল, ‘ইলিশ মাছ’। তারপর দেখালেন, মাংস, চাটনি, চিতল মাছ, আর সঙ্গে বাঙালির প্রিয় ভাত, পোস্ত আর আলুভাজা।'