বাংলার অন্যতম জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর তিনি। নানা সমসাময়িক সময়ের টপিকের উপর ভিডিয়ো বানান তিনি। কিন্তু এদিন সেই প্রিটি শি ইজ অর্থাৎ প্রীতি সরকার নিজের সবথেকে বড় ইনসিকিউরিটি নিয়ে কথা বললেন। জানালেন চ꧂ওড়া কপালের জন্য তাঁকে কী কী সমস্যায় পড়তে হয়েছে।
কী বললেন প্রীতি?
প্রীতি এদিন একটি গেট রেডি উইথ মি ভিডিয়ো পোস্ট করেন। সেখানেই তিনি তাঁর জীবনের সবথেকে বড় ইনসি💮কিউরিটি নিয়ে কথা বলেন। জানান, 'যতবারই আমি এটা নিয়ে কথা বলি না কেন, এটা আমার সঙ্গে চিরকাল থেকে যাবে। আজ আমি তৈরি হচ্ছি এবং তার সঙ্গেই কথা বলব আমার জীবনের সবথেকে বড় ইনসিকিউরিটি নিয়ে। আমি যখন থেকে কথা বুঝতে শিখেছি সেই তখন থেকেই আমি জানি আমার কপাল চওড়া। আমার আত্মীয়রা বলতেন ও বাবা তুই এটার কিছু না করলে তোর বিয়ে হবে কী করে? বিশ্বাস ক🍬রুন হেয়ার ট্রান্সপ্ল্যান্ট ছাড়া আমি আর কিছু করতে বাকি রাখিনি এই সমস্যা ঠিক করার জন্য।'
তিনি এদিন আরও বলেন 'আর এভাবেই ধীরে ধীরে এটা আমার সবথেকে বড় ইনসিকিউরিটি হয়ে উঠল। আমার বন্ধুরা পর্যন্ত আমাযಌ় নিয়ে মজা করত। বলতো ওটা কপাল না, ওটা ৪টে কপাল। ফুটবলের মাঠ, আরও কত কী! তারপর আমি একটা সমাধান খুঁজে পাই। লক্স কাটলাম। কিন্তু দেখলাম ওটা আমার মুখে মানাচ্ছে না। তারপর ধীরে ধীরে আমি এটা মেনে নিলাম যে হ্যাঁ, আমার কপাল চওড়া। আর সেটার জন্যই আমি আমি।'
প্রীতি এদিন তাঁর এই ভিডি💧য়োতে অভিজ্ঞতা জানিয়ে বলেন 'আমি একটি প্রজেক্টে কাজ করছিলাম তখন ওখানে বলা হতো, আমার🀅 চুল না বাঁধতে। টাক তো পুরো। কালো পাউডার লাগাও। পর্দায় যদি খুঁত না দেখানো হয় মানুষ তাহলে সেটা কী করে মানবে? মানুষ কী করে নিজেকে ভালোবাসবে?' তিনি পরিশেষে সবাইকে অনুরোধ করেন বুঝে কথা বলতে কারণ কথার থেকে শক্তিশালী আর কিছুই হয় না।
কে কী বলছেন?
অনেকেই প্রীতির এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'তুমি যেমন তুমি সেভাবেই সুন্দর।' দ্বিতীয় ব্যক্তি লেখেন, 'আপনার কথা শুনে নি🌜জেকে মেলাতে পারলাম। একদম ঠিক ꧅বলেছেন।' কেউ আবার লেখেন, 'কিন্তু আপনাকে দেখে এখন মনে হয় না আপনার চওড়া কপাল যে।'