দাবা নিয়ে এই প্রথম কোনো বাংলা তথা ভারতীয় ছবি আসছে। তাও গ্র্যান্ড মাস্টার সূর্♔য শেখর গঙ্গোপাধ্যায♔়ের বায়োপিক হিসেবে। আসছে দাবাড়ু। প্রকাশ্যে এল সেই ছবির ঝলক।
দাবাড়ু ছবিটির টিজার মুক্তি পেল
দাবাকে বলা হয় রাজার খেলা। আর উত্তর কলকাতার এক সাদামাটা অথচ অসাধারণ একটি ছেলে কীভাবে এই খেলার গ্র্যান্ড মাস্টার হয়ে উঠেছিল সেটারই গল্প বলবে দাবাড়ু। ক্রিকেট ফুটবল খেলায় আপত্তি না থাকলেও মধ্যবিত্ত পরিবারে দাবা খেলে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখলে ভয় পায় বইকি বাবা মায়েরা। তার মধ্যে হেনস্থা, অপমান, লাঞ্ছনা, সহ অন্যান্য নানা বিপদ, বাধা তো আছেই। আর এসব কিছুকেই উপেক্ষা করে কীভাবে সূর্যশেখর গঙ্গোপাধ্যায় গ্র্যান্ড মাস্টার হয়ে উঠলেন সেটারই কিছু ঝলক দেখা গেল দাবাড়ু ছবির টিজার🌠ে।
কে কী বলছেন?
দাবাড়ুর টিজার প্রকাশ্যে আসতেই ভালোবাসায় তাকে ভ▨রিয়ে দিয়েছে দর্শকরা। এক ব্যক্তি লেখেন, ‘শেষের ডায়লগটা মনℱে লাগল।’ আরেক জন লেখেন, ‘অধীর আগ্রহে অপেক্ষা করে আছি।’
দাবাড়ু ছবি প্রসঙ্গে
এই ছবিতে উইন্ডোজ প্রোডাকশনের হিট ছবি পোস্তর সেই ছোট্ট পোস্তকে মুখ্য ভূমিকায় দেখা যাবে, অর্থাৎ অর্ঘ্য বসু রায়কে সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের চরিত্রে অভিনয় করবেন। তাঁর মায়ের চরিত্রে থাকবেন ঋতুপর্ণা সেনগুপ্ত। অন্যান্য চরিত্রে দেখা যাবে কৌশিক সেন, চিরঞ্জিত চক্রবর্তী, দꦉীপঙ্কর দে প্রমুখকে।
আরও পড়ুন: রাজনীতিতে আসার নেপথ্যে স্রেফ জনসেবা, দাবি রচনার꧂!ꦓ বললেন, 'এতদিন অনেক পেয়েছি, এবার...'