বাপ্পি লাহিড়ি মানেই ‘ডিস্কো কিং’ শ্রোতাদের কাছে। দশকের পর দশ🦄ক নিজের গানের জাদু দিয়ে সকলকে মাতিয়ে রেখেছেন তিনি। তাঁর নাম শুনলে সকলের মাথায় আসে গলায় একাধিক মোটা মোটা সোনার চেন, চোখে সানগ্লাস, হাতে ভারী ভারী আংটি। তাঁর সাজ-পোশাকেও নজর থাকে সকলের। তাঁর সা෴জ পোশাকে মুগ্ধ স্বয়ং তাঁর পুত্র বাপ্পা লাহিড়িও।
পুরনো এক সাক্ষাৎকারে বাবা বাপ্পি লাহিড়ি সম্পর্কে বলতে গিয়ে বাপ্পা ব🦩লেছিলেন, ‘যখন ছোট♛ ছিলাম, ভাবতাম সবাই কেন আমার বাবার সাজপোশাক নিয়ে কথা বলে। এখন পিছন ফিরে তাকালে মনে হয়, বাবা তাঁর ছাপ রেখে গিয়েছেন।’ আসলে গান হোক বা সাজ, ব্যতিক্রমী হয়ে উঠেছিলেন ‘ডিস্কো কিং’। তাঁর প্রতিটা পদক্ষেপ সেই সময় সংগীত জগতে হয়ে উঠেছিল চর্চায়।
৭০-এর দশকে সাজপোশাকের ক্ষেত্রে নিজস্ব ধারা তৈরি করেছিলেন বাপ্পি। পেশায় সংগীত পরিচালক বাপ্পি লাহিড়ি পুত্র বাপ্পা। তাঁর কথায়, ‘অনেকেই এখন তাঁকে অনুসরণ করে সোনার চেন পরেন। সানগ্লাস পরেন। আমি জানতাম আমার বাবা একজন বিশিষ্ট মানুষ। আমি তাঁকে নিয়ে গর্বিত।’ বাবার সঙ্গে তাঁর তুলনা প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, ‘বার মতো আমি হতে পারব না। তিনি যা করেছেন, তার এক বিন্দুও আমি ক🥀রতে পারব না। বাবার সঙ্গে আমার তুলনা করা উচিত হবে না।’