দাদাগিরিতে আগামী শুক্রবার বসবে চাঁদের হাট। সেটার ইঙ্গিত এক হপ্তা আগেই পাওয়া গেল। এদিনের পর্বে দাদাগিরি করতে আসছেন অভিনেত্রী ইধিকা পাল। এপার বাংলায় তাঁকে মূলত ছোট পর্দায় দেখা গিয়েছে। কিন্তু বাংলাদেশে তিনি শাকিব খানের নায়িকা। প্রিয়তমা ছবিতে অভিনয় করেছেন তিনি। কাজের দরুন দীর্ঘদিন তাঁকে থাকতে হয়েছে সেই দেশেই। সেখানকার একাধিক ঘটনার কথা এওদিন তিনি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে ভাগ করে নেন।
বাংলাদেশ প্রসঙ্গে সৌরভকে কী বললেন ইধিকা?
এদিন ইধিকার সঙ্গে মশকরা শুরু করেন সৌরভ। জানতে চান বাংলাদেশের অভিজ্ঞতা। অভিনেত্রী জানান তিনি কাজের জন্য ওপার বাংলায় গিয়েছেন। সেখানকার ভাষাও শিখেছেন। এমনকি তাঁকে এদিন বাঙাল ভাষাতেই দাদার সঙ্গে কথা বলতে দেখা যায়। ইধিকা সৌরভকে বলেন, 'ইলিশ মাছ খাইতে꧂ পারেন?' উত্তরে সৌরভও বাঙাল ভাষায় তাঁকে বলেন, 'হ কেউ কাঁটা বেছে দিলে পারি।' তখন ইধিকা জানান ওখানে গিয়ে তিনি ১২টি ইলিশ মাছ খেয়েছেন।
আরও পড়ুন: বিরাট আর ধౠোনির কোন জিনিসটা সৌরভের মধ্যে নেই? দাদ🍃াগিরির মঞ্চে ফাঁস করলেন মহারাজ
আরও পড়ুন: 'আয়নাই দেখতাম না...' সৌরভের সঙ্গে ভাগ জীবনের দাদাগিরির গ🥂ল্প, কীভাবে-কেন নিজেকে বদলান কিরণ?
দাদাগিরিতে আসা সাধারণ মানুষ বা সেলেব সকলের সঙ্গে বেশ মজা করেন সৌরভ। জানান🎉 তাঁর নানা পছন্দ অপছন্দের কথাও। সম্প্রতি দাদাগিরির একটি পর🐽্বে তিনি জানিয়েছেন আগামী জন্মেও তিনি ক্রিকেটার হতে চান। সৌরভের কথায়, 'বাঁহাতে ব্যাটটা দিয়ে দেখিস।' গত শনিবার কিরণ মজুমদার এসেছিলেন, তাঁর জীবনের গল্প শুনে সৌরভ বলেন, ‘ইচ্ছে থাকলে সব সম্ভব। শুধু নিজেকে ভালোবাসে হবে।’
প্রসঙ্গত প্রতি শুক্রবার এবং শনিবার রাত ৯.৩০♕টা থেকে সম্প্রচারিত হয় এই শো। জি বাংলার পর্দায় ✅দেখা যায় এই শো।