মঞ্চে আবার ফিরতে চলেছে আন্তিগোনে। তবে এবার প🎐রিচালনায় দেবেশ চট্টোপাধ্যায়। মুখ্য ভূমিকায় ধরা দেবেন তূর্ণা দাস। অন্যান্য চরিত্রে থাকছেন কারা? কবে মঞ্চস্থ হবে এই নাটক?
আরও পড়ুন: পুরুষাঙ্গে কিলবিল করছে সাপ! জুনিয়র ডাক্তারদ🦹ের আয়োজিত গ্যালারির আঁকা দেখে ছিছি নেটপাড়ায়
দেবেশ চট্টোপাধ্যায় আন্তিগোনেকে ফেরাচ্ছেন মঞ্চে
জানা গিয়েছে তূর্ণা দাস ছাড়াও দেবেশ চট্টোপাধ্যায়ের এই নাটকে মুখ্য ভূমিকায় থাকবেন দেবশঙ্কর হালদার, অভ্র মুখোপাধ্যায়। অভ্রকে দেখা যাবে হাইমনের চরিত্রে। দে🐻বশঙ্কর হালদার থাকবেন রাজা ক্রেয়নের চরিত্রে। এই নাটকটি মূলত সফোক্লেসের। লেখা জাঁ আনুই। পরবর্তীতে সেই লেখা বাংলায় অনুবাদ করেন চিত্তরঞ্জন ঘোষ। সেই অনুবꦬাদকে ভিত্তি করে তৈরি হচ্ছে এই নতুন নাটক।
আরও পড়ুন: না ফেরার দেশে চেন্নাই ꦗএক্সপ্রেস খ্যাত শাহরুখের সহ-অভিনেতা! শোকপ্রকাশ মাধবন - বিজয়দের
প্রসঙ্গত নান্দীকার, স্বপ্নসন্ধানী সহ একাধিক নাটকের দল এর আগে আন্তিগোনে নাটকটি মঞ্চস্থ করেছেন। এবার সেই একই নাটক আসবে দেবেশ চট্টোপাধ্যায়ের🔥 পরিচালনায়। এই নাটকের আবহ সঙ্গীতের দায়িত্বে আছেন তাঁরই ছেলে শ্রেয়াণ চট্টোপাধ্যায়।
কবে মঞ্চস্থ হবে আন্তিগোনে?
জানা গিয়েছে চলতি বছরের ডিসেম্বর মাসেই মঞ্চস্থ হবে আন্তিগোনে। আকাদඣেমিতে মঞ্চস্থ হব▨ে এই নাটক। ফলে আর মাত্রই মাসখানেকের অপেক্ষা।
আরও পড়ুন: রূপমের সঙ্গে 'আবেগের মহোৎসবে' ভাসল গওোটা নিক্কো পার্ক! চলল হেডব্ꦯযাং, রকস্টারের সঙ্গে গলা মেলানো
নাটক প্রসঙ্গে কী জানিয়েছেন দেবেশ চট্টোপাধ্যায়?
আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে দেবেশ চট্টোপাধ্যায় জানিয়েছেন আরজি করের প্রতিবাদের সময় রাত দখলের খবরের একটি শিরোনাম ছিল উইমেন রেভলিউশন ইন বেঙ্গল। তিনি তখন দেশের বাইরে থাকলেও ঠিক করে নেন এই নাটককে সময়ের ♓দাবি মেনেই মঞ্চে ফেরাবেন। একই সঙ্গে ঠিক করেন যে মুখ্য ভূমিকায় তূর্ণা দাসকে রাখবেন।