হাওড়ার শিবপুরে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার গাড়ি। এই দুর্ঘটনার জেরে মৃত্যু হয়েছে ২ জনের। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভরতি আরও ৩ জন। অবশ্য দুর্ঘটনার সময় সেই গাড়িতে বিধায়ক নিজে ছিলেন না বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, দুর্ঘটনাটি ঘটে শনিবার রাত ১টা নাগাদ শিবপুরের ফরসোর রোডে। দুর্ঘটনার নির্দিষ্ট কারণ জানতে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। (আরও পড়ুন: 'বেলডাঙা♏য় বাংলাদেশের কায়দায় হ🌱িন্দু নিধন চলছে', মমতাকে তোপ দেগে বিস্ফোরক সুকান্ত)
আরও পড়ুন: মণিপুরে মিলল ৩ মহিলা ও ♏৩ শিশুর দেহ! CM বীরেন, ৩ মন্ত্রী, ৬ MLA-র বাড়িত🐻ে হামলা
জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লার নামে থাকা গাড়িটি গতরাতে চালাচ্ছিলেন তাঁর চালক মহম্মদ মোস্তাক খান। ২৫ বছর বয়সি মোস্তাক নিজের আত্মীয়দের নিয়ে সেই গাড়ি করে যাচ্ছিলেন। মোস্তাকের বাড়ি ওয়াটগঞ্জে। মোস্তাক নাকি বিধায়কের গাড়িতে করে আত্মীয়দের নিয়ে বাঁকড়ায় গিয়েছিলেন। সেখান থেকেই কলকাতায় ফিরছিলেন তিনি। সেই সময়ই ট্রেলারের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। জানা গিয়েছে, রাস্তার একদিকে ট্রেলারটি দাঁড়িয়ে ছিল। তাতেই সজোরে গিয়ে ধাক্কা মারে গাড়িটি। (আরও পড়ুন: নাইজেরিয়ায় পৌঁছে 'আবুজার চাবি' 👍পেলেন মোদী, আফ্রিকার মাটিতে উপচে পড়ল মারাঠি আবেগ)
আরও পড়ুন: ব্রাজিলে মোদীর বিশাল কাটআউট জলে ডুবিয়ে প্রতিবাদ আদিবাসীদের, ত𝔉বে কেন এই কাণ্ড?
দাবি করা হচ্ছে, দুর্ঘটনার সময় গিয়াসউদ্দিনের গাড়ি বেশ তীব্র গতিতে ছুটছিল। এর জেরেই ন🦩িয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রেলারে ধাক্কা মারে গাড়িটি। গাড়িটির সামনের অংশ ট্রেলারের পিছনে আটকে গিয়েছিল তীব্র গতির জেরে। দুমড়ে-মুচড়ে যায় গাড়িটি। দুর্ঘটনার জেরে তীব্র আওয়াজ হয়। তা শুনেই স্থানীয়রা ছুটে আসেন দুর্ঘটনাস্থলে। পুলিশে খবর পাঠানো হয়। ঘটনাস্থলে আসে শিবপুর থানার পুলিশ। ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাড়িটি থেকে পাঁচজনকে উদ্ধার করে পুলিশ। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মধ্যে থেকে ২ জনকে মৃত বলে ঘোষণা করা হয়। বাকি তিনজন এখনও হাসপাতালে ভরতি। মৃত্যুর সঙ্গে তাঁরা পাঞ্জা লড়ছেন বলে জানা গিয়েছে। প্রাথমিক ভাবে তাঁদের হাওড়ার এক হাসপাতালে ভরতি করা হয়েছিল। পরে সেখান থেকে তাঁদের কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে জানা গিয়েছে।
এদিকে প্রায় ৪০ বছর বাদে হাওড়া ব্রিজের স্বাস্থ্য পরীক্ষার জন্য শনিবার রাতে যান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হয় সেতুতে। শনিবার রাত ১১টা ২৫ মিনিট হতেই হাওড়া সিটি পুলিশের কর্মীরা হাওড়া ব্রিজে গার্ড রেল লাগিয়ে দেন। এর ফলে ব্রিজের দুটো লেনেই যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর কর্তৃপক্ষ আ𝔍গেই জানিয়েছিল যে রাইটস-এর পক্ষ থেকে ব্রিজের স্বাস্থ্য পরীক্ষা করা হবে। সেই মতো শনিবার রাত সাড়ে ১১টা থেকে রবিবার ভোর সাড়ে চারটে পর্যন্ত ৫ ঘণ্টা যান চলাচল বন্ধ করে দেওয়া হয় সেখানে।