চলে গেলেন দেবরাজ রায়। বাংলা বিনোদন জগতে𒆙র অন্যতম খ্যাতনামা অভিনেতা ছিল🧔েন তিনি। কাজ করেছেন সত্যজিৎ রায় থেকে শুরু করে তরুণ মজুমদার, মৃণাল সেন, প্রমুখের সঙ্গে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।
প্রয়াত দেবরাজ রায়
১৭ অক্টোবর না ফেরার দেশে পাড়ি দিয়েছেন দেবরাজ রায়। পুজো মিটতে না মিটতেই বর্ষীয়ান অভিনেত্রী অনুরাধা রায়ের পরিবারে নামল শোকের ছায়া। স্বামীহারা হলেন অভিনেত্রী। আগামীকাল দেবরাজ রায়ের শেষকৃত্য হবে বলেই জানা গিয়েছে। জানা গিয়েছে সল্টলেকের আইএলএস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এদ♐িন। দীর্ঘদিন ধরেই দেবরাজ রায় কিডনির সমস্যায় ভুগছিলেন। আপাতত হাসপাতালেই রয়েছে তাঁর মরদেহ। সেখান থেকেই আগামীকাল, শুক্রবার ১৮ অক্টোবর প্রথমে তাঁর সল্টলেকের বাসভবন নিয়ে যাওয়া হবে তাঁর দেহ, তারপর সেখান থেকে শেষকৃত্যের জন্য শেষ বিদায় জানানো হবে অভিনেতা💞কে।
প্রসঙ্গত তিনি ১৯৭০ সালে সত্যজিৎ রায়ের ছবি প্রতিদ্বন্দ্বীর মাধ্যমে বিনোদন জগতে আত্মপ্রকাশ করেন। এরপর তিনি নজর কাড়েন মৃণাল সেনের কলকাতা ৭১ এ। ১৯৭১ সালে মুক্তি পায় সেই ছবি। এরপর তিনি পরবর্তীকালে তরুণ মজুমদার, বিভূতি লাহা, তপন সিংহ সহ একাধিক দিকপাল পরিচালকদের 🎐সঙ্গে কাজ করেছেন। কেবল অভিনয় নয়, তিনি দূরদর্শনে সংবাদ পাঠকের কাজও করেছেন, তেমনই তাঁর কণ্ঠে শোনা গিয়েছে বহু শ্রুতি নাটকও। বলাই বাহুল্য দেবরাজ রায়ের মতো এক অভিনেতার চলে যাওয়ার অর্থ বাংলা বিনোদন জগতের নক্ষত্র পতনের সমান। যদিও বহু দিন ধরেই তিনি লাইট ক্যামেরা অ্যাকশন থেকে দূরে ছিলেন। অসুস্থতার কারণেই তাঁকে আর সিনেমায় দেখা যেত না।
আরও পড়ুন: শুনেছি, আপনি জেলে বসেও জুম কল ক🌼রছেন', লরেন্স বিষ্ণোইকে 🔯আলাপচারিতার আমন্ত্রণ সলমনের প্রাক্তন সোমির