কিছুদিন আগেই মুক্তি পেয়েছে খাদান ছবির রাজার রাজা। আর সেখানে আবারও দেবকে পুরোনো, চেনা মেজাজে ফিরতে দেখে যারপরনাই খুশি হয়েছিল তাঁর অনুরাগীরඣা। এবার সেই উত্তেজনা যেন আরও বাড়িয়ে তুলল তাঁদের এই ছবির দ্🐻বিতীয় গান হায় রে বিয়ে।
আরও পড়ুন: সুপারস্টারের মৃত্যুর সঙ্গে জড়িয়ে পড়𒐪লেন মৈনাক! শেষমেষ সত্যি উদঘাটন করতে পারবেন কি?
খাদান ছবির দ্বিতীয় গান সম্পর্কে
হায় রে বিয়ে গানটি আদ্যোপান্ত একটি বিয়ের, অনুষ্ঠানের গান। 🐓জমাটি, নাচের গানও বলা যায়। তবে কার বিয়েতে দেব, যিশু এবং তাঁদের দুজনের স্ত্রী অর্থাৎ বরখা বিস্ত এবং স্নেহা বসু নাচ করছেন সেটা ভিডিয়ো দেখে স্পষ্ট হল না। তবে দুই অভিনেত্রীকে লাল শাড়ি, ব্লাউজ পরে, খোঁপায় ফুল লাগিয🦄়ে জমিয়ে নাচতে দেখা গেল ভিডিয়োতে। বাদ যাননি দেবও। রাজার রাজা গানটির পর এই গানেও তিনি জমিয়ে নাচ করেছেন। তাঁকে যোগ সঙ্গত দিয়েছেন তাঁর বন্ধু যিশু সেনগুপ্ত। সাদা ধুতি পঞ্জাবি পরে তাঁকে খোল বাজাতে দেখা গিয়েছে এদিন।
হায় রে বিয়ে গানটির কথা লিখেছেন, কম্পোজ করেছেন নীলায়ন চܫট্টোপাধ্যায়। গেয়েছেন অভিজিৎ ভট্টাচার্য, সুদীপ নন্দী এবং জুন 🥂বন্দ্যোপাধ্যায়।
খাদান ছবিটি প্রসঙ্গে
আগামী ২০ ডিসেম্বর ঠিক বড়দিনের মুখে মুক্তি পাবে খাদান ছবিটি। এই ছবিটির পরিচালনা করেছেন সুজিত দত্ত। দেবের সঙ্গে এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে যিশু সেনগুপ্ত, অনির্বাণ চক্রবর্তী, বরখা বিস্ত, ইধিকা পাল, স্নেহা বসু, জন ভট্টাচার্য প্রমুখ। সুরিন্দর ফিল্মস এবং দেব এ🍬ন্টারটেনমেন্ট🥀ের প্রযোজনায় আসছে ছবিটি।
আরও পড়ুন: ⛦রীতিমত গবেষণা করে তথ্য জ👍োগাড় করেই শাহরুখকে খুনের হুমকি আইনজীবীর! ফোন পরীক্ষা করে জানল পুলিশ
খাদান ছবিতে অভিনেতাদের লুক
সদ্যই এই ছবি থেকে প্রকাশ্যে꧙ এসেছে অনির্বাণ চক্রবর্তী, স্নেহা বসু এবং বরখা বিস্তের লুক। নিজের চরিত্রের পোস্টার শেয়ার করে অনির্বাণ লিখেছেন, 'সাহসের দীপ, ন্যায়ের গান, হৃদয়ে সোনা, শক্তিতে অটল প্রাণ। মান্ডির সঙ্গে আলাপ করুন। আদিবাসীদের নির্ভীক নেতা যাঁর হৃদয় সোনার মতো। দৃপ্ত, শক্তিশালী। খাদানের দুনিয়ায় ন্যায় এবং সততার শক্তির প্রতীক সে।' অন্যদিকে দেব বরখার চরিত্রের সঙ্গে আলাপ করিয়ে দিয়ে লেখেন, 'সাহস যার শক্তি, বুদ্ধি যার বল। যমুনার সঙ্গে আলাপ করুন। একজন নির্ভীক মেয়ে যে স্বপ্ন দেখে এবং পরিবারের পাশে দাঁড়িয়েছে। চিন্তা ভাবনাও অত্যন্ত পরিণত, অদম্য জেদ আছে। নিজের তো বটেই নিজের প্রিয়জনদের উন্নতি করতে সবসময় চেষ্টা করে। তাঁদের সাহস জোগায়। লক্ষ্যে পৌঁছানোর জন্য পরিকল্পনা করে।' স্নেহার চরিত্র রেখার সঙ্গে আলাপ করিয়ে লেখা হয়, 'কোনও কালে একা হয়নি কো জয়ী পুরুষের তরবারি, প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয়লক্ষ্মী নারী। রেখার সঙ্গে আলাপ করুন। ভালো মনের মানুষ, কিন্তু অন্তর ভরা সাহস। অন্ধকারের মধ্যেও যার সম্মান, ভালোবাসা চমকায়। নিজের প্রিয়জনদের যে সবসময় আগলে রাখে যখন অন্ধকার সময় ঘনায়।'