এদিন ঘাটাল কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী দেব তথা দীপক অধিকারী তাঁর মনোনয়ন পত্র জমা দেন। মেদিনীপুর শহরের ফেডারেশন হল থেকে তিনি এদিন আগে একটি মিছিল করেন, তারপর মনোনয়ন পত্র জমা দেন। আর তখ♕নই তিনি কথা বলেন হ🎶িরণ চট্টোপাধ্যায়ের প্রসঙ্গে।
দেবের মনোনয়ন পত্র জমা দেওয়া
দেব এদিন মেদিনীপুর শহরের ফেডারেশন হল থেকে মিছিল করেন। তিনি হুডখোলা গাড়ি করে এদিন কর্মী সমর্থক সঙ্গে মি🀅ছিল করেন। আর তাঁর গোটা গাড়ি এদিন নীল সাদা বেলুন দিয়ে সাজানো ছিল। মনোনয়ন পত্র জমা দেওয়ার পর তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল সেখানেই তিনি কথা বললেন হিরণ চট্টোপাধ্🎃যায়কে নিয়ে।
আরও পড়ুন: 'কোনও সরকারই আলোচনার ঊর্ধ্বে 🌱নয়...' নির্বাচনের আগে চাঁচাছোলা সৌমিতৃষা, ভোট দেওয়ার আগে কী মনে রাখতে বললেন?
আরও পড়ুন: ব্যারাকপুরে লালের হাল ফেরাতে বদ্ধপরিকর দেবদূত, এবার হুডখোলা গাড়ি📖ত⛄ে সহকর্মীর হয়ে প্রচার শ্রীলেখার
হিরণকে নিয়ে কী বললেন দেব?
এদিন 🥃দেব হিরণকে শুভেচ্ছা জানান। বি🍌জেপি প্রার্থীর উদ্দেশ্যে বলেন, 'হিরণ ভালো ছেলে। ও জিততে চায়। ওকে আমার শুভেচ্ছা জানালাম।' তবে কেবল প্রশংসা নয়, প্রতিদ্বন্দ্বীকে কটাক্ষও করেন তিনি এদিন। কিন্তু ঠিক কী বলেছেন দেব?
হিরণকে কটাক্ষ করে এদিন পর্দার বাঘা যতীন বলেন, 'হিরণ ভীষণ জ্ঞানী মানুষ। ওকে কোনও বার্তা দিতে হবে না। ও সবজান্তা। ঠাকুরের কাছে আমার প্রার্থনা থাকল ♓যে ওকে একটু যেন সৎ বুদ্ধি দেয়। ওর কথা থেকেই বোঝা যায় ও এখন অশান্তিতে আছে। ওর সত্যিকারের ভালোবাসার মানুষের প্রয়োজন।'
প্রসঙ্গত দেব এদিন মনোনয়ন পত্র জমা দিতে যাওয়ার আগে ব্লাড ব্যাংকে যান। সেখানে রক্তের ক্রাইসিস চল🍎ছে বলে যেই খবর পেয়েছেন অমনি 🎃ওখানে গিয়ে এদিন রক্তদান করে আসেন দেব। এদিন তিনি আরও জানান এবার নির্বাচনে তিনি যত ভোট পাবেন তত গাছ লাগাবেন।