১৪৪ বছরে ১বার আয়োজন হয় মহাকুম্ভ। আর তাই এই কুম্ভে স্নান করার সুযোগ হাতছাড়া করছেন না অনেকেই। দেশ-বিদেশ থেকে লোকজন যাচ্ছেন উত্তরপ্রদেশের প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে ডু꧟ব দিতে। কলকাতা থেকেও বহু তারকা গিয়েছিলেন কুম্ভে, স্নানের উদ্দেশ্যে।
এবার ত্রিবেণী সঙ্গমে পুণ্🅷যস্নানের সুযোগ হাতছাড়া করতে চাননি অভিনেত্রী, নৃত্যশিল্পী দেবলীনা কুমার। বরাবরই তিনি আধ্যাত্মিক মানুষ। তাই হাতে সময় কম থাকলেও, পৌঁছে গিয়েছিল🔜েন প্রয়াগরাজে। সঙ্গী হয়েছিলেন তাঁর বাবা-মা দেবাশিস কুমার ও দেবযানী কুমার। পুণ্যস্নানের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন দেবলীনা।
অভিনেত্রী-নৃত্যশিল্পী পোস্ট থেকে জানা যাচ্ছে, রবিবার তাঁরা মহাকুম্ভে পুণ্যস্নানের জন্য গিয়েছিলেন। 'রবিবারের গল্প' ক্যাপশানে দেবলীনা লেখেন, ‘২০২৫ সালের মহাকুম্ভ🌱 মেলায় যোগদানের সুযোগ হয়েছিল, যা ১৪৪ বছর পর আবার ঘটবে। আমি মনেপ্রাণে একজন ধার্মিক ব্যক্তি, কিন্তু তার চেয়েও বেশিকিছু অনুভব করতে চেয়েছিলাম, যা আমি আমার জীবদ্দশায় আর কখনও অনুভব করব না।’
দেবলীন পুণ্যস্নানের বিষয়ে বিস্তারিไত আরও লেখেন, ‘সকাল ৭.৩০ মিনিটে বিমানে উঠে প্রয়াগরাজে পৌঁছে সঙ্গমে ডুব দিয়েছিলাম। সন্ধ্যা ৭.৩০ মিনিটে কলকাতায় ফিরে যেতে হয়েছিল কারণ সিটি সেন্টারে আমোদিনীর প্রচার ছিল। আর আমরা যে কাজটি করি তা প্রচার করার কোনও সুযোগ আমি হাতছাড়া করতে চাইনা।'
আরও পড়ু🦄ন-এক যুগের প্রেম, অবশেষে বিয়ে করছেন বাংলাদেশের মেহজাবীন, পাত্র কে জানেন?
আরও পড়ুন-ব🎉িনোদিনী দাসীর পুরনো বাসস্থানে পরিচালক রামকমলের সঙ্গে রুক্মিণী, কোথায় আছে এই বাড়িটি?
আরও পড়ুন-এলাহি আয়োজন! কাঞ্চন-শ্রীময়ীকে বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়ালেন ঋতুপর্ণা, কী ছিল ম☂েনুতে?
তবে এদিন বিমানটি বিলম্বের কারণেই দেবলীনার একটু বেশি দেরি হয়ে যায়। আর তাই তিনি লেখেন,'যথারীতি ফ্লাইটটি ২ ঘন্টারও বেশি বিলম্বিত হয়েছিল’। আর দেরি হয়ে যাওয়ার কারণেও বিমানবন্দরের শৌচালয়েই শাড়ি পরে রেডি হন দেবলীনা। অভিনেত্রী তাই লেখেন, ‘বিমান🧸ের সামনে শাড়ি পরে পোজ দিচ্ছেন পিএস কারণ প্রথমবারের মতো আমি বিমানবন্দরের ওয়াশরুমে শাড়ি পরেছি।’
তবে সবকিছু সামাল দেওয়ার জন্য পিআর টিমকে এবং একই সঙ্গে সঙ্গীতশিল্পী মনোজমুরলী নায়ারকে ধন্যবাদ জানিয়ে তাঁর উদ্দেশ্যে দেඣবলীনা। তিনি লেখেন, ‘ধন্যবাদ, আপনার ব্যস্ত সময়সূচী সত্ত্বেও সেখানে উপস্থিত থাকার জন্য এবং আমার অনুপস্থিতি পূরণ করার জন্য।’
তবে এর আগে টলিপাড়া থেকে মহাকুম্ভে পুণ্যস্নানে গিয়েছিলেন এসভিএফের কর্ণধার শ্রীকান্ত মোহতা থেকে প্রযোজক রানা সরকার, ⛄শ্রীমা ভট্টাচার্য, রচনা বন্দ্য🌃োপাধ্যায়, কনীনিকা বন্দ্যোপাধ্যয় সহ আরও অনেকেই।