সম্প্রতি দোলের দিনই জানা গিয়েছে বড় পর্দার কোনও খ্যাতনামা অভিনেতা নন, বরং ছোট পর্দার অতি চেনা মুখ দিব্যজ্যোতি দত্তকে সৃজিত মুখো🔯পাধ্যায়ের ছবি লহ গৌরাঙ্গের নাম রে ছবিতে চৈতন্যদেবের ভূমিকায় দেখা যাবে। তবে কি শেষ হচ্ছে অনুরাগের ছ🌺োঁয়া? কী জানালেন?
কী জানালেন দিব্যজ্যোতি দত্ত?
১০০০ পর্ব সম্পূর্ণ হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের। তিন বছর ধরে চলছে এই মেগা। এখানেই সূর্যের ভূমিকায় দেখা যাচ্ছে দিব্যজ্যোতি দত্তকে। কিন্তু সম্প্রতি জানা গিয়েছে তিনি বড় পর্দায় পা রাখতে চলেছেন। আগামী জুন মাস নাগাদ শুরু হবে সৃজিতের লহ🌳 গৌরাঙ্গের নাম রে ছবির শ্যুটিং। তবে কি ফুরাচ্ছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের পথচলা? এই বিষয়ে অভিনেতা আনন্দবাজারকে জানিয়েছেন তাঁর কাছে এই সংক্রান্ত কোনও খবর নেই। তাহলে কি একদিকে ছোট পর্দা আরেকদিকে বড় পর্দার কাজ সমান তালে চালিয়ে যাবেন? এই বিষয়ে দিব্যজ্যোতির উত্তর, 'ব্যাপারটা চ্যালেঞ্জিং। কিন্তু আমার তো সেটাই ভালো লাগে। যে কোনও অভিনেতার কাছে দুটো চরিত্রে একসঙ্গে কাজ করতে পারা তো দারুণ বিষয়। সেটাই তো কাম্য।'
এটাই প্রথম বড় পর্দার কাজ দিব্যজ্যোতির। তিনি কোনও খামতি রাখতে চান না। আর সেই জন্যই এখন থেকেই তিনি প্রস্তুতি শুরু করে দিয়েছেন। চৈতন্যদেবের উপর নানা লেখা, বই💙 পড়ছেন। শুধু তাই নয় ওজন ঝরাচ্ছেন পরিচালকের কথা মেনে। করছেন অতিরিক্ত শরীর চর্চাও।
আরও পড়ুন: এসে💃ই পরিণীতাকে কাঁটায় কাঁটায় টক্কর পরশ𒊎ুরামের! চমক দিল রাঙামতীও, বেঙ্গল টপার কার দখলে?
লহ গৌরাঙ্গের নাম রে প্রসঙ্গে
লহ গৌরাঙ্গের নাম রে ছবিটির হাত ধরে বড় পর্দায় অভিষেক ঘটবে দিব্য💯জ্যোতি দত্তের। সকলে তাঁকে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সূর্য বলেই চেনেন। এই ছবিতে তিনিই চৈতন্যদেবের চরিত্রে ধরা দেবেন। শুভশ্রী গঙ্গোপাধ্যায় থাকবেন নটী বিনোদিনীর চরিত্রে। ব্রাত্য বসু হবেন গিরিশ চন্দ্র ঘোষ, ইশা সাহাকে দেখা যাবে সমসাময়িক একটি চরিত্রে, যেমনটা পার্নো এবং ইন্দ্রনীলকেও দেখা যাবে। সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিটি বছরের শেষে অর্থাৎ শীতের ছুটিতে মুক্তি পেতে পারে।