রবিবার উপ্পলে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হাই স্কোরিং ম্যাচে দাপুটে জয় তুলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। সানরাইজার্সের জয়ে ব্যাট হাতে সব থেকে বড় ভূমিকা নেন ইশান কিষান। হায়দরাবাদের জার্সিতে নিজের 🎉প্রথম আইপিএল ম্যাচেই বিধ্বংসী শতরান করেন ইশান। সেই সুবাদে ম্যাচের একাধিক ব্যক্তিগত পুরস্কার জিতে নেন তিনি।
হায়দরাবাদ বনাম রাজস্থান আইপিএল ম্যাচের পুরস্কার তালিকা
১. সুপ🐠ার স্ট্রাইকার্স অফ দ্য ম্যাচ- শুভম দুবে (১ লক্ষ টাকা)।
একটি চার ও চারটি ছক্কার সাহায্যে ১১ বলে ৩৪ রানের ধ্বংসাত্মক ইনিংস খেলার সুবাদে সুপার 🐟স্ট্রাইকার অফ দ্য ম্যাচের পুরস্কার রাজস্থানের শুভম দুবে। অর্থাৎ, ৩০৯.০৯ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেন শুভম।
২. ফ্যান্টাসি কিং অফ দ্য ম্যাচ- ইশান কিষান (১ লক্ষ টাকা)♍।
সব থেকে বেশি ফ্যান্টাসি পয়েন্ট সংগ্রহ করার সুবাদে ফ্যান্টাসি কিং অফ দ্য ম্যাচের পুরস্কার জেতেন হায়দরাꦡবাদের ইশান কিষান। তিনি ১১টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ১০৬ রান করে অপরাজিত থাকেন। পরে ১টি ক্যাচও ধরেন তিনি।
৩. সুপার সিক্💎সেস অফ দ্য ম্যাচ- ইশান কিষান (১ লক্ষ টাকা)।
ইশান কিষান ম্যাচে দু'দলের 🅺সব ব্যাটারদের মধ্যে সব থেকে বেশি ছক্কা মারার সুবাদে সুপার সিক্স♊েস অফ দ্য ম্যাচের পুরস্কার জিতে নেন। তিনি ৪৭ বলে ১০৬ রানের আগ্রাসী ইনিংস খেলার পথে ৬টি ছক্কা মারেন। ধ্রুব জুরেলও ৬টি ছয় মারেন, তবে তাঁর স্ট্রাইক-রেট ইশানের থেকে কম।
🧸৪. অন-দ্য গো ফোরস অ্যাওয়ার্ড- ইশান কিষান (১ লক্ষ টাকা)।
ইশান কিষান ম্যাচে দু'দলের সব ব্যাটারদের মধ্যে সব থেকে বেশি চ෴ার মারার সুবাদে অন-দ্য গো ফোরস অ্যাওয়ার্ড জিতে নেন। তিনি ৪৭ বলে ১০৬ রানের মারকাটারি ইনিংস খেলার পথে ১১টি চার মারেন।
৫. গ্রিন ডট বলস অফ দ্য ম্যাচ- তু𓄧ষার দেশপা🦋ন্ডে (১ লক্ষ টাকা)।
দেশপাꦍন্ডে ম্যাচে দু'দলের সব বোলারদের মধ্যে যুগ্মভাবে সব থেকে বেশি ডট বল করার সুবাদে গ্রিন ডট বলস অফ দ্য ম্যাচের প🍨ুরস্কার জিতে নেন। তিনি ৪ ওভারে ৪৪ রানের বিনিময়ে ৩টি উইকেট নেওয়ার পথে মোট ৮টি ডট বল করেন।
৬. প্লেয়ার অফ দ্য ম্যাচ- ইশান কিষান🤪 (১ লক্ষ টাকা)।
ইশান ১১টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৪৭ বলে অপরাজিত ১০৬ রানের দুর্দান্ত ইনিংস খেলার সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুর🗹স্ꩲকার জেতেন।
উল্লেখ্য, উপ্পলে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে সানরাইজার্স হায়দরাবাদ। তারা নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৮৬ রান সংগ্রহ করে। পালটা ব্যাট ক𝔉রতে নেমে রাজস্থান রয়্যালস ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৪২ রানে আটকে যায়। ৪৪ রানের ব্যবধানে ম্যাচ জেতে হায়দরাবাদ।