দিদি নম্বর ওয়ানে এবার পয়লা বৈশাখের অনুষ্ঠান জমজমাট। হবে নাই বা কেন এদিন যে নিজেদের মনের কথা জানাতে শিমুল আর তার বন্ধুরা সোজা ൲দিদির মঞ্চে আসছে। সেটার༒ই ঝলক এদিন প্রকাশ্যে এল।
দিদি নম্বর ওয়ানে কার কাছে কই মনের কথা টিম
দিদি নম্বর ওয়ানে কার কাছে কই মনের কথা টিম খেলতে আসছে, তাও নববর্ষের দিন। আর এদিন জি বাংলার তরফে সেই বিশেষ পর্বের প্রোমো প্রকাশ্যে আনা হল। প্রোমোতে দেখা যাচ্ছে নববর্ষ উপলক্ষ্যে দিদি নম্বর ওয়ানের মঞ্চ সেজে উঠেছে। সেখানে কার কাছে কই মনের কথা টিমের হয়ে খেলতে এসেছেন শিমুল ওরফে মানালিౠ দে, পুতুল ওরফে শ্রীতমা ভট্টাচার্য, বিপাশা ওরফে স্নেহা চট্টোপাধ্যায় এবং শীর্ষা ওরফে সৃজনী মিত্র।
তাঁদের এদিন এসো হে বৈশাখ গানটিতে নাচ করতে দেখা যায় একসঙ্গে। শুধুই কি তাই! এদিন রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁদের মাটিতে বসে পাত পেড়ে খেতেও দেখা যাবে দিদি নম্বর ওয়ানের মঞ্চে, তাও আবার বা꧋ঙালি ভোজ। এদিন দিদি নম্বর ওয়ানে এসে মনের কথা জানিয়ে শিমুল ওরফে মানালি বলেন, 'বছরের প্রথম দিন মনের আনন্দে কাটাতে চাই কারণ প্রথম দিন তুমি যেটা করবে, সারা বছর সেটা তোমায় করতে হবে।' এদিন খেলার ফাঁকে রচনাকে জড়িয়ে ধরতেও দেখা যায় তাঁকে।
কে কী বলছেন?
এদিনের এই প্রোমো প্রকাশ্যে আনার পর অনেকেই নিজেদের মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'ওদের ভালো লাগছে।' আরেকজন লেখেন, 'তিতিক্ষা দাসকে একবার দেখতে চ🌳াই।' কেউ আবার আগাম নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। এই পর্বটি আগামী রবিবার, পয়লা বৈশাখের রাতে দেখানো হবে সানডে ধামাকা পর্বে।
আরও পড়ুন: 'আমরা কারও হাতের পুতুল না',𝓰 ইদের দিন কেরালা স্টোরির তীব্র বিরোধিতা কেরলের মৌলবীদের
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেক🍸ে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবার রাত আটটা থেকে দেখা যায় এই শো।