১🐟৪ এপ্রিল সর্বত্র ধুমধাম ক♏রে পালিত হল বাংলার নববর্ষ। আর এই বিশেষ দিন উপলক্ষ্যে এদিন দিদি নম্বর ওয়ানে সানডে ধামাকা তথা নববর্ষ স্পেশ্যাল পর্বে রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিদি নম্বর ওয়ান খেলতে এসেছিলেন কার কাছে কই মনের কথা ধারাবাহিকের কলাকুশলীরা। সেখানে এসেই পরাগ অভিযোগ করে রচনা বন্দ্যোপাধ্যায়কে জানান কার কাছে কই মনের কথা ধারাবাহিকের সেটে পুরুষরা হাতে গোনা কয়েকজন আছেন মাত্র। তাঁর সেই কথায় সম্মতি জানান শিমুল ওরফে মানালি দে।
আরও পড়ুন: বাইকে বসেই সলমনের বা♛ড়িকে তাক করে গুলি বিষ্ণ🍰োই গ্যাংয়ের! প্রকাশ্যে সেই হাড়হিম করা সিসিটিভি ফুটেজ
দিদি নম্বর ওয়ানে কার কাছে কই মনের কথা ধারাবাহিকের পরাগ
দিদি নম্বর ওয়ানে এদিন খেলতে এসে শিমুল ওরফে মানালি দে রচনা বন্দ্যোপাধ্যায়কে জানান, 'আমাদের সিরিয়ালের সে🎶টে ছেলেরা পাত্তাই পায় না। মেয়েদেরই জোর চলে সব জায়গায়।' এরপর পরাগ ওরফে দ্রোণ মুখোপাধ্যায় একপ্রকার অভিযোগ করে জানান, 'আমাদের সিরিয়ালের সেটে আমরা হাতে গোনা কয়েকটি ছেলে এদিক ওদিক ঘুরে বেড়াই। আমাদের তো রীতিমত মাইক্রোস্কোপ দিয়ে খুঁজতে হবে সেখানে।' তাঁদের এই কথা হেসে গড়িয়ে পড়েন সকলে।
এদিন যেহেতু নববর্ষ বিশেষ পর্বের আয়োজন করা হয়েছিল তাই সেখ🎃ানে জমিয়ে ভুরিভোজের আয়োজন করা হয়েছিল। সেই প্রসঙ্গে মানালি জানান, 'আমরা রোজই বাইরে থেকে খাবার আনিয়ে খাই। খাবারের ডিপার্টমেন্ট শ্রীতমার এবং অর্ডার করে স্নেহা। আমি একেবারেই অর্ডার করতে পারি না। 🍷আমার টাকা দিতে আপত্তি নেই কিন্তু ওই খাবার বাছতে পারি না আমি।'
দিদি নম্বর ওয়ান প্রসঙ্গে
দিদি নম্বর ওয়ান বাংলার অন্যতম পুরনো রিয়েলিটি শো। রচনা বন্দ্যোপাধ্যায় সঞ্চালিত এই শো প্রতি সোমবার থেকে শনিবার পর্যন্ত বিকেল পাঁচটা থেকে সম্প্রচারিত হয়। অন্যদিকে রবিবাไর রাত আ🅘টটা থেকে দেখা যায় এই শো।