তারকা হওয়া একদিকে যেমন আর্শীবাদ, তেমনই বড্ড ভারী মানুষের প্রত্যাশা পূরণের দায়ভার বহন করাও। কারণ পান থেকে চুন খসলেই আপনাকে বড় খেসারত দিতে হবে পারে। আর জি কর খুন ও ধর্ষণের মামলায় তোলপাড় দেশজুড়ে। এই মামলার পর সোশ্যাল মিডিয়ার একটা বড় অংশ ক্ষুব্ধ টলিউডের তারকাদের উপর। আরও পড়ুন-অ💜সুস্থ বাবা, শন✱িতে কর-কাণ্ডের প্রতিবাদ মঞ্চে দেব! থাকবেন শাঁখ বাজিয়ে ট্রোলড ঋতুপর্ণাও
শাসক দলের তারকা সাংসদ-বিধায়করা পড়ছেন রোষের মুখে। রেহাই পাননি ‘দিদি নম্বর ১’ রচনা বন্দ্যোপাধ্যায়ও। রচনার জনপ্রিয়তা প্রশ্নাতীত। চলতি বছর লোকসভা ভোটের আগে সক্রিয় রাজনীতিতে দেখা মেলেনি তাঁর। আর জি কর ইস্যুতে শুরুতে মুখে কুলুপ এঁটেছিলেন রচনা। অবশেষে স্বাধীনতা দিবসের দিন অর্থাৎ ১৫ই অগস্ট একটি ভিডিয়ো বার্তা দিয়ে কাꦺন্নাকাটি করেন রচনা। যা জনগণের চোখꦗে ‘কুমির কান্না’ ব্যাতীত কিছুই মনে হয়নি। এই যান্ত্রিক শোকপ্রকাশে আরও খচে যায় নেটিজেনরা। দিকে দিকে রব ওঠে দিদি নম্বর ১ বয়কট করার।
রচনা বন্দ্যোপাধ্যায় ‘নাটকবাজ’, ‘দিদি নম্বর ১ দেখা অবিলম্বে বন্ধ করুন’ এমন বার্তায় ছেয়ে যায় সমাজমাধ্যম। তার কতটা প্র🐎ভাব পড়ল বাস্তবে? সেই হালহাকিকতটা জেনে নিন। দিদি নম্বর ১-এর শেষ তিন সপ্তাহে𝔉র টিআরপি রিপোর্টে একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। আর জি কর কাণ্ডের আগে, গত ৮ই অগস্ট প্রকাশিত টিআরপি চার্টে সানডে ধামাকা এপিসোডে দিদির সংগ্রহে ছিল ৫.৩ নম্বর, সপ্তাহের বাকি দিনের গড় টিআরপি ২.৪। অন্যদিকে গত ১৬ ই অগস্ট দিদি নম্বর-এর টিআরপি রবিবারের এপিসোডে ছিল ৫.৭, যা চলতি সপ্তাহে এক ঝটকায় কমে দাঁড়িয়েছে ৪.৭-এ। অর্থাৎ ১.০ নম্বর কম পেলেন রচনা। যার জেরে যথেষ্ট চিন্তার ভাঁজ চ্যানেল কর্তৃপক্ষের।
‘শুধরে যাও, না♕ হলে টুকরো টুকরো করে দেব’, পুরুষদের 💛হুঁশিয়ারি জনের, আর জি কর ইস্যুতে ক্ষুব্ধ নায়ক
সমাজমাধ্যমে শো বয়কটের যে রব উঠেছ✱ে তা যথেষ্ট চিন্তার, যা স্পষ্ট হয়ে গেল। এত সমালোচনার পরেও দিদি নম্বর ১ নিয়ে ꦿকোনও মন্তব্য করেননি রচনা। মাঝে এই শো-এর একটি অডিশন পর্বও বাতিল হয়, তবে সেটা একান্তই টেকনিক্যাল কারণে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময়ও বিভিন্ন সময়ে সমালোচনার মুখে পড়তে হয়েছিল রচনাকে। কখনও দই তো কখনও ধোঁয়া নিয়ে মন্তব্য করে ট্রোলড হয়েছেন রচনা।