১৯৫৭-র পর ১৯৬১, ফের একবার বড় পর্দায় ফিরছে ‘কাবুলিওয়ালা’। আর এবার ‘কাবুলিওয়ালা’ মি▨ঠুন চক্রবর্তী। SVF-এর প্রযোজনায় ‘কাবুলিওয়ালা’ বানাচ্ছেন পরিচালক সুমন ঘোষ। ছবির শ্যুটিং প্রায় শেষ। এবার সেবিষয়েই কথা বলতে গিয়ে মিঠুন চক্রবর্তীকে নিয়ে আবেগতাড়িত হয়ে পড়লেন পরিচালক সুমন ঘোষ।
হিন্দুস্তান টাইমস বাংলাকে দেওয়া সাক্ষাৎকরে পরিচালক সুমন ঘোষ বলেন🍌, ‘আমি ২০১২ সালে মিঠুনদাকে নিয়ে নোবেল চোর ছবিটি বানিয়েছিলাম। আর এবার কাবুলিওয়ালা। এই গল্পটি রূপালি পর্দায় বলা হয়েছিল, ১৯৫০-এর দশকে বাংলার প্রেক্ষাপটে। আমার মনে হয়েছিল এটা আবারও একবার তুলে ধরা উচিত। আমার মি♔ঠুন দা-র সঙ্গে কথা হয়েছিল। উনি এখন খুব কম সিনেমা করেন, এমনকি বাংলাতেও। আমি ওঁর জন্য পাঁচ বছর অপেক্ষা করেছি। আমি প্রথমে আধার এবং তারপর দ্য স্ক্যাভেঞ্জার অফ ড্রিমস-এ কাজ করছিলাম’।
আরও পড়ুন-‘ওই তো কুচুটে পিসি এসে গেছে’, শেষবেলায় আবেগঘন কাঞ্꧙চনের ‘চর্চিত বান্ধবী’ শ্রীময়ী