প্রতিটা সন্তানের জন্যই তার মা-র জায়গাটা সবার উপরে। শাহরুখের জন্যও ছিল তেমনটাই। এক সাক্ষাৎকারে কিং খানকে বলতে শোনা গিয়েছিল, ১৯৯০ সালে মা লতিফ ফতিমা খান মারা যাওয়ার পর এতটাই কষ্ট পেয়েছিলেন শাহরুখ,🅠 যে এক বুক অভিমান জমা হয়েছিল ঠাকুরের উপর।
রিডার্স ডাইজেস্টকে𓃲 এক সাক্ষাৎকারে বাদশা বলেছিলেন, ‘আমি সেই সময় ভগবানের উপর খুব রেগে গিয়েছিলাম। তারপর মনে হল, আমি যদি এভাবে ভগবানের উপর রেগে থাকি তাহলে তো আর মায়ের সঙ্গে দেখাই করতে পারব না! কারণ ভগবানের সঙ্গে সুসম্পর্ক না থাকলে, আপনার জন্য না আছে স্বর্গ, না নরক!’
আরও পড়ুন: পুলে কাঞ্চনের ‘কচি বউ’ শ্রীময়ী, জলে ভিজে পোশাকের ফাঁকে সুস্পষ্ট বক্ষ বিভাজিকা, বাড়ালেন উ♏ত্ত💯াপ
খুব 🗹কম লোকই জানেন যে, মুম্বইয়ের বিখ্যাত নানাবতী হাসপাতালে একটি শিশু ওয়ার্ড রাখা আছে কিং খানের মায়ের নামে। শাহরুখ খান এই একই সাক্ষাৎকারে বলেছিলেন যে, তাঁর এক সহকর্মীর সন্তানের সঙ্গে দেখা করতে হাসপাতাল💖ে যাওয়ার সময়, তিনি সেখানকার নিম্নমানের পরিষেবা লক্ষ্য করেছিলেন। আর তারপর দান করেছিলেন যাতে দাতব্য ব্যবস্থার উন্নতি সাধনে।
আরও পড়ুন: ‘এরকমই বউ চাই’! রবিবার RꦐCB-র জয়ে আনন্দে নাচল বিরাট-পত্নী অনুষ্কা, ভাইরাল ভিডিয়ো
বর্তমানে, এসআরকে তার বাবার নামে নামকরণ করা মীর ফাউন্ডেশনের তত্ত্বাবধান করেন , যেটি নারীদের ক্ষমতায়ন এবং অ্যাসিড আক্রমণ থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের সাহায্য করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ফাউন্ডেশন তাঁদের সারিয়ে তুলে সাধারণ জীবনে ফিরিয়ে𒁃 আনতে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।
আরও পড়ুন: আদৃতের বিয়েতꦅে না থাকা🐻য় বিতর্কে! রাজের ভোটপ্রচারের গাড়িতে সৌমিতৃষা, যোগ তৃণমূলে?
ছোট পর্দা দিযে কেরিয়ার শুরু করেছিলেন শাহরুখ খান। তবে অভিনেতার মা চাইতেন, ছেলে বড♏় পর্দার নায়ক হবে! বিছানায় শয্যাশায়ী মায়ের সেই স্বপ্নপূরণ করাই ছিল তখন তরুণ শাহরুখের মূ📖ল লক্ষ্য। যা ভাগ করে নিয়েছিল অভিনেতার এক ঘনিষ্ঠ বন্ধু। বিবেক বাসওয়ানি জানিয়েছিলেন, ‘শাহরুখ বলেছিল, মায়ের শারীরিক অবস্থা ভালো নয়। মায়ের স্বপ্ন, আমি বড় পর্দায় কাজ করি। মায়ের স্বপ্ন পূরণ করতে হবে। তার জন্য বড় পর্দায় অভিনয় করতেই হবে।’