শাহিদ কাপুর এবং কৃতি শ্যানন অভিনীত ছবি তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া শীঘ্রই মুক্তি পেতে চলেছে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। এটি একটি সায়েন্স ফিকশন গল্পের উপর বানানো যেখানে একজন যুবকের সঙ্গে একটি রোবটের প্রেম দেখানো হবে। এই ছবিতে ভরপুর কমেডিও আছে। ইতিমধ্যেই এটির ট্রেলার প্রকাশ্যে এসেছে। আর তারপর থেকেই💛 কানাঘুষোয় একটি খবর শোনা যাচ্ছে। কী? বাংলার আসন্ন ছবি বুমেরাং এর সঙ্গে নাকি তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়ার গল্পের মিল আছে। কিন্তু এই কথা কি সত্যি?
তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়ার সঙ্গে বুমেরাং -এর মিল?
বুমেরাং ছবিটিতে প্রথমবার জিতের বিপরীতে দেখা যাবে রুক্মিণী মৈত্রকে। এটিও একটি সায়েন্স ফিকশন ছবি। সঙ্গে আবার আছে কমেডির পাঞ্চ। এটির পরিচালনা করেছেন সৌভিক কুণ্ডু। অন্যদিকে শাহিদ কাপুরের তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়াও𓃲 সায়েন্স ফিকশন গল্পের উপর ভিত্তি করেই বানানো হয়েছে। তাই অনেকেই দুয়ে দুয়ে চার করে ফেলেছেন। ভাবছেন বুঝি দুটো ছবির গল্পই এক। সম্প্রতি এই রটনা রটে গিয়েছে। সেই বিষয়ে এবার মুখ খুললেন খোদ বুমেরাং ছবির পরিচালক।
আরও পড়ুন: রজনীকান্তের ছবিতে মৃত ব্যক্তিদের কণ্ঠের গান! কোন মন্ত্রে অসম্ভবকে সম্ভব🐭 করলেন রহমান?
আরও পড়ুন: বিয়ের পরই বউয়ের প🦩দ❀সেবায় ব্যস্ত সৌরভ! বরের কাণ্ড দেখে কী বলছেন দর্শনা?
আনন্দবাজারকে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্প্রতি সৌভিক জানিয়েছেন, 'যে কোনও বিষয় নিয়ে চর্চা চলতেই পারে। আমি এᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚসব নিয়ে ভাবছি না। তবে আমি জানি আমি কী ছবি বানাচ্ছি তাই আমি সেই বিষয়ে কনফিডেন্ট।' তিনি আরও জানান, 'আমাদের ছবির গল্প মৌলিক। হিন্দি ছবিটি যাঁরা বানাচ্ছেন তাঁদের সঙ্গে আমাদের কোনও যোগ নেই, তাও কেন এসব বলা হচ্ছে জানি না। ওঁদের ছবিতে দেখানো হবে মানুষের সঙ্গে রোবটের প্রেম। আমাদের ছবির বিষয়বস্তু একেবারেই সেটা নয় এটা বলতে পারি।'
সৌভিকের সাফ বার্তা, 'এখন আমা𝔉দের পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। কে কী বলছে তাই সেটা নিয়ে ভাবতে চাই না। ছবির কাজের কোনও ক্ষতিও চাই না। আমাদের ছবিটা মুক্তি পাক তখনই꧙ সব বোঝা যাবে।'
আরও পড়ুন: ধর্মেন্দ্রর বাহুডোরে ইরানিয়🥂ান নৃত্যশিল্পী, ভাইরাল বর্ষীয়ান অভিনেতার পুরনো ছবি
প্রসঙ্গত ২০২২ সালে প্রায় একই সময়ে এই ছবি দুটোর ঘোষণা করা হয়। এরপর গত বছরের সেপ্টেম্বর মাসে শেষ হয়ে যায় বুমেরাং ছবির শুটিং। যꦓদিও এখনও এই ছবিটি কবে মুক্তি পাবে সেটা জা🔥নানো হয়নি। অন্যদিকে তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া ছবিটি আগামী ৯ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ভ্যালেন্টাইন্স ডের ঠিক আগেই।