ফারহান আখতারের বহুল প্রত্যাশিত ছবি, ‘ডন ৩’ মার🥂্চ মাস থেকে তার প্রি প্রোডাকশনের কাজ শুরু করতে চলেছে। ক্রুরা অগস্টে শুটিং শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছে ৷ আর ডন ৩ এর প্রি-প্রোডাকশন এবং শুটিং শিডিউল সম্পর্কে খবর মিলতেই যারপরনাই উত্তেজিত অনুরাগীর☂া। জানা গেছে, ছবিটি বর্তমানে কাস্টিং পর্যায়ে রয়েছে।
ডন ফ্র্যাঞ্চাইজির গত দুটো ছবিতে শাহরুখ খানকে দেখা গিয়েছিল নাম ভূমিকায়। তবে এবার কিং খানকে সরিয়ে সেই জায়গায় আসছেন রণবীর সিং। এইꦏ খবর অনেক কিং খান অনুরাগীরই পছন্দ হয়নি একেবারে। তাদের ধারণা, শাহরুখ-ক্যারিশ্মা ছাড়া ডন ৩ পর্দায় বাস্তবায়িত করা অসম্ভব। ডন হিসেবে শাহরুখ ছাড়া কাওকেই মানতে রাজি নন তাঁরা।
আরও পড়ুন: রাঘব বিবাহিত কিনা﷽ জা༺নতেনই না পরিণীতি! প্রথম দেখার পর গুগল থেকে কী তথ্য জেনেছিলেন
এদিকে পরিচ💧ালক ফারহান আবার সাফ জানিয়ে দিয়েছেন, ‘আমি কাউকে রিপ্লেস করার অবℱস্থায় নেই। আমরা বিগত কয়েক বছর ধরেই বিষয়টা (ডন ৩ সিনেমা) নিয়ে কথা বলেছি, আমি গল্পটাকে একটা নির্দিষ্ট দিকে নিয়ে যেতে চাই কিন্তু আমাদের দুজনের মতের মিল হচ্ছিল না। তাই সব দিক বিবেচনা করে, ভালোর জন্যই আমরা দুজনে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিই।’
আরও পড়ুন: টুয়েলভথ ফেল দেখে হাউহাউ করে কেঁদেছেন বিজয়! বললেন, ‘বিক্রান্ত আমায় অনেক☂ কষ্ট…’
ডন হিসেবে রণবীর সিং-এর উপর তাঁর অগাধ বিশ্বাসও ফুটে উঠেছে একাধিক সাক্ষাৎকারে। তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘ও এতটাই প্রাণবন্ত যে ওর উপরে আমাদের পুরো ভরসা আছে। অভিনেতা হিসেবে এই সিনেমা𒊎য় অনেক কিছু করে দেখানোর সম্ভাবনা আর সুযোগ দুটোই রয়েছে। আমার বিশ্বাস রণবীর পারবে। দর্শকদেরও পছন্দ হবে সিনেমাটি।’
অবস্য কাস্টিংয়🐭ের সমস্যার কারণে ঝুলে রয়েছে ফারহানের অপর সিনেমা জি লে জারা। এই ছবিতে কাজ করার কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়া, আলি ভাট ও ক্যাটরিনা কাইফের। এবার খবর, ছবির গল্প নিয়ে মতের অমিল হয়েছে প্রিয়াঙ্কার সঙ্গে। তাই আপাতত এই ছবিটিও চলে গিয়েছে হোল্ডে। কাকতালীয়ভাবে, ডন শাহরুখকে এতদিন রোম্যান্স করেছিলেন প্রিয়াঙ্কাই। তবে রণবীরকে ‘ড🎃ন ৩’-এ কোন নায়িকা যোগ দেবেন, সেটা এখনও স্পষ্ট নয়।
কেরিয়ারে হিট দরকার বর্তমানে রণবীর সিং-এরও। ৮৩, জয়েশভাই♛ জোরদার, সার্কাসের মতো ছবি ফ্লপ খেয়েছে গত কয়েক বছরে। মাঝে রকি অফর রানি কি প্রেম কাহ♑ানি ভালো ব্যবসা করে বক্স অফিসে। তবে রামলীলা, পদ্মাবত দিয়ে যে ছাপ তিনি ফেলেছিলেন দর্শক মনে, তা এখন মিস করছেন তাঁর ভক্তরা।