গত বছরের অক্টোবর মাসে মুক্তি পেয়েছিল বিধু বিনোদ চোপড়া পরিচালিত ছবি টুয়েলভথ ফেল। বক্স অফিসে তেমন অভূতপূর্ব সাড়া না পেলেও ব্যবসা এবং বাজেটের নিরিখে হিট করে যায় ছবিটি। তবে ওটিটি মাধ্যমে এই ছবিটি মুক্তি পেতেই সেটা নিয়ে রীতিমত হইচই পড়ে যায়। চর্চা চলতে থাকে বিক্রান্ত মাসের ছবিটি নিয়ে। একাধিক বলিউড অভিনেতা এই ছবির প্রশংসা করেছেন। এবার সেই ত💃ালিকায় যোগ হলেন বিজয় ভার্মা।
টুয়েলভথ ফেল ছবিটি নিয়ে কী বললেন বিজয় ভার্মা?
টুয়েলভথ ফেল ছবিটিতে উঠে এসেছে আইপিএস মনোজ শর্মার জীবন কাহিনি। সত্য ঘটনা অবলম্বনে তৈরি করা হয়েছে এইꦏ ছবജিটি। সেই ছবিটির বিষয়ে এদিন ইনস্টাগ্রামে লেখেন বিজয় ভার্মা।
আরও পড়ুন: 💜ডাক্তারি থেকে সোজা অভিনয়! দা𓃲দাগিরিতে অর্জুন দাশগুপ্ত বললেন, 'নাক কান গলা তো দেখিই, কিন্তু...'
আরও পড়ুন: নেটিজেনদের নিশ🌄ানায় ইমন, ট্রোলারদের তুলোধনা করে কেন বল🔥লেন, ‘আমি গভীর জলের ফিশ, তাই...’
তিনি ইনস্টাগ্রাম স্টোরিতে ভক্তদের সঙ্গে একটি প্রশ্নোত্তর সেশন করছিলেন। সেখানে এক ব্যক্তি তাঁর থেকে জানতে চান কোনও ছবি দেখে কখনও কেঁদেছেন? উত্তরে বিজয় লেখেন, 'আমি কাঁদি। এই সেদিনই টুয়েলভথ ফౠেল দেখতে হয়ে সন্ধ্যাবেলায় কেঁদে ফেলেছিলাম। বিক্রান্ত মাসে আমায় অনেক কাঁদিয়েছে।'
আরও পড়ুন: হেমন্ত মুখোপাধ্যায়ের ছেলের সঙ্গে কেবল অ্যাডজাস্ট করেছেন মৌসুম🌠ী! ইন্ডিয়ান আইডলে বিস্ফোরক অভিনেত্রী
টুয়েলভথ ফেল প্রসঙ্গে
টুয়েলভথ ফেল ছবিটিতে উচ্চাকাঙ্ক্ষা, 🐬আশা, প্রত্যাশা, মন দিয়ে পড়াশোনা করা, চেষ্টা, এবং হাজারো প্রতিকূলতার পর লক্ষ্যপূরণের গল্প উঠে এসেছে। এই ছবিটি তৈরি করা হয়েছে অনুরাগ পাঠকের গল্পের বইয়ের ভিত্তি। তাঁর লেখা এই বইটি অন্যতম সেরা বিক্রিত বই যেখানে আইপিএস অফিসার মনোজ কুমার শর্মা এবং আইআরএস অফিসার শ্রদ্ধা যোশীর গল্প বলা হয়েছে। বিক্রান্ত মাসে ছাড়াও এই ছবিতে আছেন মেধা শঙ্কর। বিক্রান্তের বিপরীতেই তাঁকে দেখা গিয়েছে এখানে।
এই ছবিটি ফিল্মফেয়ারে এবার একাধিক পুরস্কার পেয়েছে। সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেতা সমালোচকদের অনুযায়ী এবং সেরা চিত্রনাট্য বিভাগে এই 🙈ছবিটি ফিল্মফেয়ার পেয়েছে।