নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে এখন গেল গেল রব টলিপাড়ায়। ইডি-র হাতে তৃণমূলের যুব নেতা (এখন বহিষ্কৃত) কুন্তল ঘোষের গ্রেফতারির পর থেকেই এই দুর্নীতিতে টলিউডের যোগ সামনে আসে। নাম জড়িয়ে যায় অভিনেতা বনি সেনগুপ্তের। এই নিয়ে একাধিকবার ইডির জেরার মুখে পড়েন ‘বরবাদ’ খ্যাত নায়ক। অবশেষে আজই (শুক্রবার) ছবির অগ্রিম বাবদ কুন্তলের কাছ থেকে নেওয়া ৪০ লক্ষ টাকা ইডিকে ফিরিয়ে দেন বনি। তবে শুধু বনি নন, কুন্তলের সঙ্গে যোগাযোগ ছিল অভিনেতার মা পিয়া সেনগুপ্তও। অভিযোগ ইম্পা 🅷(ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন)-র নির্বাচনে নাকি মুঠো মুঠো টাকা ঢেলেছিলেন ধৃত কুন্তল ঘোষ। এই মুহূর্তে ইম্পার সভাপতি পদে রয়েছেন পিয়া সেনগুপ্ত। এই অভিযোগ নিয়ে নিজের তরফে আগেই সাফাই দিয়েছেন পিয়া, তবে এবার প্রেস বিবৃতি প্রকাশ করা হল ইম্পার তরফে।
প্রেম বিজ্ঞপ্তিতে স্পষ্ট বলা হয়, সংগঠনের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়🙈েছে তা একদম ভুয়ো এবং ভিত্তিহীন। বিবৃতিতে স্পষ্ট লেখা রয়েছ🌳ে, ‘ইম্পার সদস্যদের তরফে পরিষ্কার ভাবে জানান হচ্ছে, কোনও ব্যক্তি বা দলকে ইম্পার সঙ্গে গুলিয়ে ফেলা উচিৎ নয়। সাম্প্রতিক তদন্ত নিয়ে ইম্পার কোনও মাথাব্যথা নেই। কারণ ইম্পা একটি অলাভজনক সংস্থা। ইম্পা একটি স্বতন্ত্র সংস্থা। ইম্পার বিরুদ্ধে যে কোনও ধরনের ভিত্তিহীন গুঞ্জন এই সংস্থার মানহানির সমান।’
আরও পড়ুন-বচ✤্চন কন্য🐬ার জন্মদিন! গভীর রাতে জলসায় শাহরুখ, হাজির ভিক্য়াট থেকে সিড-কিয়ারা
নিয়োগ দুর্নীতি কাণ্ডে যে তদন্ত চলছে সেই নিয়েও ইম্পার কোনও দায় নেই, তা স্পষ্ট করা হয়েছে ওই বিবৃতিতে। হল মালিক, পরিবেশক এবং প্রযোজকদের নিয়ে গঠিত সংগꦏঠন ‘ইম্পা’। ২০২১ সালের সেপ্টেম্বর মাসে এই সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হয়, সেই নির্বাচ🐻নেই নাকি টাকা ঢেলেছিলেন কুন্তল। পিয়ার কথায় অবশ্য় গোটাটাই মিথ্যা রটনা। তিনি এই ব্যাপারে এক সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার খুব হাসি পাচ্ছে। খুবই নিম্নরুচির বিষয় এটা। দিনে দিনে বিষয়টা খুব সস্তা হয়ে যাচ্ছে। যে এই সংগঠনের সদস্যই নয়, সে কী করে টাকা ঢালবে? আর কেনই বা ঢালবে? মিথ্যা কথা রটানো হচ্ছে।’
আরও পড়ুন-ইন্দ্র𓂃নীলের সঙ্গে সম্পর্ক নিয়ে চর্চার শ🐈েষ নেই! এবার পরকীয়া নিয়ে মুখ খুললেন ইশা