প্রযোজক বাসু এবং জ্যাকি ভাগনানি পরিচালিত পূজা এন্টারটেইনমেন্ট বেশ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। প্রযোজনা সংস্থার সঙ্গে আইনি ঝামেলায় এবার যুক্ত হয়েছে স্ট্রিমিং জায়ান্ট নেটফ্লিক্স। প্রায় ৪৭.৩৭ কোটি টাকা বকেয়া মেটাতে নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা করেছেন ভাগনানি। যꦦদিও নেটফ্লিক্স অস্বীকার করেছে এবং দাবি করেছে যে পূজা এন্টারটেইনমেন্টের কাছে তাদের অর্থ পাওনা রয়েছে। এই মামলাটি এখন অর্থনৈতিক অপরাধ শাখার তদন্তাধীন রয়েছে। দৃশ্যত নেটফ্লিক্স ইন্ডিয়ার অসহযোগিতার কারণে ভাগনানিদের পক্ষে স্ট্যাক করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন: (ইউটিউব থেকে হাওয়া ব🦄িয়ার বাইসেপসের সব ভিডিয়ো! ঠিক কী ঘটেছে রণবীরের চ্যানেলে?)
মামলার তদন্তকারী অফিসার সিনিয়র ইন্সপেক্টর রবীন্দ্র আভাদ হিন্দুস্তান টাইমসকে বলেন, ‘নেটফ্লিক্সের এই ৪৭.৩৭ কোটি টাকা, অভিযোগকারী বাসু ভাগনানির পাওনা টাকা। কিন্তু নেটফ্লিক্স সহযোগিতা করছে না। আমরা তাদের দুটি সমন পাঠিয়েছি, কিন্তু তারা হাজির হচ্ছে না। আমাদের পাঠানো চিঠির জবাব তারা দেয়নি। এপ্রিল মাসে ভাগনানিরা আℱমাদের কাছে এসেছিলেন, আমরা তাঁদের বয়ান রেকর্ড 🀅করেছি, প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করেছি। নেটফ্লিক্স কিছুটা সময় চেয়েছিল, কিন্তু উপস্থিত হয়নি। নিচু স্তরের কর্মীদের কে স্টেটমেন্টের জন্য পাঠিয়ে দেয়। তবে মনিকা শেরগিলের (কনটেন্ট হেড, নেটফ্লিক্স ইন্ডিয়া) উপস্থিত হওয়া উচিত।’
ভাগনানিদের বিরুদ্ধে নেট🌃ফ্লিক্সের পাল্টা দাব꧂ি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি আরও বলেন, ‘নেটফ্লিক্স কী বিবৃতি জারি করেছে সে সম্পর্কে আমি অবগত নই, তবে এরকম কিছু ব্যাপার নেই।'
নেটফ্লিক্স হিন্দুস্তান টাইমসের সঙ্গে একটি বিবৃতি ভাগ করে নেন। তারা বলেন, ‘এই দাবিগুলি সম্পূর্ণ ভিত্তিহীন - প্রকৃতপক্ষে পূজা এন্টারটেইনমেন্ট নেটফ্লিক্সের কাছে ঋণী। ভারতীয় সৃজনশীল সম෴্প্রদায়ের সঙ্গে অংশীদারিত্বের আমাদের একট𒐪ি শক্তিশালী ট্র্যাক রেকর্ড রয়েছে এবং এই বিরোধ নিষ্পত্তির জন্য কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছি।’
আরও পড়ুন: (‘শাস্ত্🍌রী’-তে ইন🏅্দ্রদীপ নয়, আবহসঙ্গীত বানিয়েছেন দীপ্তার্ক! হঠাত্ এই পরিবর্তন কেন?)
বাসু ভাগনানি বলেন, ‘আমরা এপ্রিল মাসে নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা দায়ের করেছি। বিষয়টি সমাধানে ই𒆙ওডব্লিউর (EOW) ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে।’
প্রসঙ্গত, বাসু ভাগনানি ২০২৪ সালের এপ্রিলে দায়ের করা অভিযোগে দাবি করেছিলেন ꦦযে নেটফ্লিক্স তাঁর তিনটি চলচ্চিত্র - হিরো নম্বর ওয়ান (এখনও পুরোপুরি শ্যুটিং করা হয়নি), মিশন রানিগঞ্জ এবং বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। তিনি লস গ্যাটোস প্রোডাকশন সার্ভিসেস ইন্ডিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন, যার মাধ্যমে নেটফ্লিক্স ভারতে তার সামগ্রী বিনিয়োগ, জু ডিজিটাল ইন্ডিয়া এবং উভয় সংস্থার নির্বাহীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। বুধবার নেটফ্লিক্সের পক্ষ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।