আজ আরও একটা ৯ জুলাই। ঠিক একবছর আগে, গত বছর (২০২৩) এই দিনেই চুপি চুপি বিয়েটা সেরে ফেলেছিলেন পর্দার ‘রাঙা বউ’ শ্রুতি দাস। পাত্রের নাম অবশ্য সকলের জানাই ছিল, তিনি পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দার। বিয়ের ঠিক পরদিন সকলকে চমকে দিয়ে সোশ্যাল মিডিয়ায় সকলকে সুখবর শুনিয়েছিলেন তাঁরা। এরপর স্বর্ণেন্দু𝔉র হাত ধরে এক বছর পথ হেঁটে ফেল💜েছেন শ্রুতি। আজ, ৯ জুলাই, শ্রুতি-স্বর্ণেন্দুর প্রথম-বিবাহবার্ষিকী।
জীবনের এই বি♕শেষ দিনটা কীভাবে সেলিব্রেট করছেন শ্রুতি-স্ব🅷র্ণেন্দু? সেলিব্রেশনের পরিকল্পনা Hindustan Times Bangla-কে জানালেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস?
সেলিব্রেশন কীভাবে হচ্ছে?
শ্রুতি দাস: এই দিনটা একটা রুফটপ রেস্তোরাঁয় সেলিব্রেট করব। পরিবারের লোকজন থাকবে, আর কিছু বন্ধু-বান্ধব।๊ বাইরের কাউকে আমন্ত্রণ করছি না। এক্কেবারেই কাছের লোকজন থাকবে।
একে অপরকে কী গিফট দিয়েছেন?
শ্রুতি দাস: গিফট নিয়ে অত মাতামাতি নেই। উপহার অবশ্যই পেয়েছি, দিয়েওছি। তবে সেটা সকলকে বলত𒁏ে চাইছি না। এটা ব্যক্তিগত রাখতে চাই।
‘মিসেস সমাদ্দার’ হয়ে কতটা খুশি? বাকী জীবনে স্বামী হিসাবে স্বর্ণেন্দুকে কীভাবে পেতে চান?
শ্রুতি দাস: ‘মিসেস সমাদ্দার’ হয়ে আমি নিজেকে সৌভাগ্যবান বলে মনে করি। Really, I am the luckiest। শুধ𓄧ু চাই, ও এখন যেমন, তেমনই 💛যেন সারা জীবন থাকে। আর ওকে শুধু বলতে চাই, যেন প্রত্যেক বছর বেড়াতে নিয়ে যায়। (হাসি)
কিছুদিন আগেই তো বেড়াতে গিয়েছিলেন, কেমন ঘুরলেন?
শ্রুতি দাস: দারুণ, দারু💮ণ…। মেঘালয় গিয়েছিলাম। আর এবার কাশ্মীর যেতে চাই, ওখানে যাইনি কখনও।&♚nbsp;
আরও পড়ুন-‘মানুষ ইতিহাসকেও আজ অপপ্রচার বলছে’, দুঃখ পেয়েছেন র🤪াইমা, দিদা সুচিত্রা🐲র কথা উঠতেই বললেন…
এদিন বিবাহ-বার্ষিকী উপলক্ষ্য়ে স্বামী স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে একটা রোম্যান্টিক ভিডিয়ো পোস্ট করেছেন শ্রুতি দাস। যেখানে স্বর্ণেন্দুকে লাল পাঞ্জাবি, আর শ্রুতিকে লাল শাড়িতে দেখা যায়। যেখানে একে অপরের সঙ্গে ভালোবাসায় মাখামাখি হতে দেখা যায় টলিপাড়ার এই লাভবার্ডকে। ব্যাকগ্রাউন্ডে স্বর্ণেন্দুকে শ্রুতির উদ্দেশ্যে বলতে শোনা যায়, ‘আরও একটা বছর কাটিয়ে ফেললাম একসাথে। আশা করি হাতের উপর হাত রেখে প্রতিটা বছর এভাবেই কাটিয়ে দিতে পারব। আর তোর মনে আছে, 💃তোকে আমি সবসময় বলি, যখন আমাদের অনেক বয়স হয়ে যাবে, যখন আমাদের দাঁতগুলো পড়তে শুরু করবে, তখন আমরা একসঙ্গে আমাদের গল্পগুলো সবাইকে শোনাব। আমরা অনেককিছু ফেলে যাচ্ছি এবছর। আবার অনেককিছু নিয়ে যাচ্ছি। আর ঠিক এইভাবেই প্রতিটা বছর 🌱আমি তোর সঙ্গে এগিয়ে যেতে চাই…।’