🌟চলতি বছর রাস উৎসবের সময় পরিচালক তথাগত মুখোপাধ্যায় তাঁর পরবর্তী ছবি 'রাস'-এর ঘোষণা করেছিলেন। কিছু দিন আগেই প্রকাশ্যে এসেছে ছবির ফার্স্ট লুক। এই ছবির হাত ধরেই বিক্রম চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমারকে নতুন জুটি হিসেবে টলিউড পেতে চলেছে ।
ﷺতথাগতর পরিচালনায় এর আগে 'পারিয়া'তে বিক্রমকে দেখা গেলেও, তাঁর সঙ্গে দেবলীনার এটাই প্রথম কাজ। তবে জানলে অবাক হবেন এই ছবির স্ক্রিপ্ট নাকি অভিনেত্রীকে পুড়িয়ে ফেলতে বলেছিলেন তথাগত! নায়িকাকে কেন এমন বলেছিলেন পরিচালক? সেই প্রসঙ্গে এবার হিন্দুস্তান টাইমস বাংলার কাছে মুখ খুললেন অভিনেত্রী।
আরও পড়ুন: 🧔একমাস শ্যুটিংয়ের পর নায়ক বদল! সৌম্যর জায়গায় এবার পর্দার রাপ্পা রায় ‘ডোডোদা’ অর্পণ ঘোষাল?
🦄কী ভাবছেন খুব গুরুত্বর কিছু? নানা তা একেবারেই নয়। আসলে অভিনেত্রী এত ভালো করে নিজের সংলাপ আত্মস্থ করে ফেলেছেন যে, পরিচালক আল্পুত হয়ে খানিক মজার ছলেই তাঁকে এই কথা বলেন।
🐽এই প্রসঙ্গে দেবলীনা বলেন, ‘কাজ করার আগে তথাদার সম্পর্কে অনেক কিছু শুনেছিলাম, কিন্তু ওঁর সঙ্গে কাজ করতে গিয়ে বুঝলাম কীভাবে ওয়ার্কশপ করে একটা ছবি ফ্লোরে যায়। প্রচণ্ড না হলেও, মোটামুটি অনেকটাই রিহার্সাল করার পর আমাদের ছবির কাজ শুরু হয়েছে। সংলাপ মোটামুটি আমার এমন ভাবেই মুখস্থ হয়েছে যে, স্ক্রিপ্টে আর প্রয়োজন পড়ছে না। সেটা দেখে তথাদা স্ক্রিপ্টটা পুড়িয়ে ফেলতে বলেছেন। ওঁর সঙ্গে কাজ করতে পেরে আমি ভীষণ খুশি।’

ඣপাশাপাশি অভিনেত্রী এই ছবিতে তাঁর চরিত্র 'রাই'য়ের বিষয়েও নানা কথা ভাগ করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, ‘রাই’-এর সঙ্গে তাঁর বেশ কিছুটা মিল রয়েছে। অভিনেত্রীর কথায়, ‘রাই ভীষণ সিম্পল একটা চরিত্র। কিন্তু সিম্পল বলেই চরিত্রটা বড় পর্দায় ফুটিয়ে তোলা বেশি কঠিন। তথাদা (তথাগত মুখোপাধ্যায়) প্রথম দিন থেকে আমাকে বলেছিলেন যে, যদি কেউ বলেন, ভালো অভিনয় করেছ, তাহলে জানবে তুমি চরিত্রটা করতে ব্যর্থ হয়েছ। তাই চেষ্টা করো যাতে দর্শকরা বলেন তুমিই ‘রাই’। আর সেটা মাথায় রেখেই আমি কাজটা করছি।’

আরও পড়ুন: 🥀‘নাকের সামনে হাত দিয়ে দেখি নিঃশ্বাসটা…’, মাকে নিয়ে কেন এত উদ্বিগ্ন থাকেন দেব-বান্ধবী রুক্মিণী
🍎বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য, যৌথ বাঙালি পরিবারের আভ্যন্তরীন ওঠাপড়া আর ভালোবাসার বলবে 'রাস'। গল্প মাণিকপুরের চক্রবর্তী বাড়ি কেন্দ্র করে আবর্তিত হবে। বাবা বিদেশে, মাকে নিয়ে দেশের বাড়িতে কাছের মানুষদের সঙ্গে বড় হওয়া সোমনাথের জীবন আর তার সঙ্গে জড়িয়ে থাকা তার কাছের মানুষদের গল্প ফুটে উঠবে রাস-এ।
ꦺছবিতে বিক্রম চট্টোপাধ্যায় ও দেবলীনা কুমার ছাড়াও রয়েছেন অনসূয়া মজুমদার, অনির্বাণ চক্রবর্তী, রনজয় বিষ্ণু, অর্ণ মুখোপাধ্যায়,পারিজাত চৌধুরী, শংকর দেবনাথ, সুদীপ মুখোপাধ্যায়, দেবাশিস রায়, অপ্রতীম চট্টোপাধ্যায়, সুরাইয়া পারভিন, বিমল গিরি, দেবপ্রসাদ হালদার প্রমুখ।